আমাদের কথা খুঁজে নিন

   

যারা স্কাইপি আলাপ প্রকাশে খুশি হয়; যারা কথিত থাবার ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী ব্লগ প্রিন্ট আউটে খুশি হয় তাদেরতো যে কোন ফোনালাপ প্রকাশে খুশি থাকার কথা!!!

সত্য পথের অনুসন্ধানি

নাকি ঘটনা অন্য জায়গায়? রিভার্স সুইং হওয়াটাই সমস্যা হয়েছে কি? যদিও দুইজনের আলাপ শুনে আমাদের যেটা লাভ হয়েছে সেটা হলো : বুঝিতে পারিলাম বাংলাদেশের ভালো থাকার সম্ভাবনা খুব কম। বুঝিতে পারিলাম বড় পদে থাকলেও বড় মানসিকতা জন্মে না। বুঝিতে পারিলাম কেউ কাউকে নাহি ছাড়ে। বুঝিতে পারিলাম হরতাল প্রত্যাহার করা খুব কঠিন কাজ আবার পরক্ষণেই বুঝিতে পারিলাম- এটা কোন ব্যাপার নয় কারণ "তাল গাছ" মেনে নিলে এখনই প্রত্যাহার করা যায় তখন গর্ত থেকে আঠারো দলের সবাই বের হয়ে আসা সম্ভব। বুঝিতে পারিলাম শেখ হাসিনার দুই কানেই এখন থেকে সমস্যা শুরু হয়ে গেছে। বুঝিতে পারিলাম দুইজনই প্রধানমন্ত্রী সুলভ নহে। বুঝিতে পারিলাম -আজম খানের গানটা বেশ খাঁটি -- বাংলাদেশ !হায় আমার বাংলাদেশ --সদনে /ভবনে জন্মে ছিল তারা দুজনে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.