আমাদের কথা খুঁজে নিন

   

অঞ্জন দত্তের উত্তরে বেলা বোস কি বলেছিলেন, জানেন???

ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার। । হ্যালো এটা কই ২৪৪১১৩৯ এই বিখ্যাত গানটা কেইবা না শুনেছে। অনেকেরই প্রিয় গান এটা। বেকার যুবক সদ্য চাকুরি পেয়ে তার প্রেমিকাকে ফোন করে বলছে যে চাকরি পেয়ে গেছে।

মেয়ের যে বিয়ে ঠিক হয়েছে এই বার তা সে ভেঙ্গে দিতে পারে (“এই বার তুমি স্মন্ধটা ভেঙ্গে দিতে পার”- কথাটা কেমন যেন লাগে, বেলা বোস কই তাইলে অন্য কাউকে বিয়ে করতে নিম রাজি হয়েছিলেন)। মন ছুয়ে যাওয়া গান- সুর কথা সব দিক দিয়ে। কিন্তু আমরা তো কেবল অঞ্জন দত্তের কথাই শুনেছি, বেলা বোস কই বলেছিলেন উত্তরে। চলুন শুনে নিই। তার আগে অঞ্জন দত্তের কথা আরেক বার শুনি।

১. চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার মাকে বলে দাও বিয়ে তুমি করছ না (২) চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছ না এটা কি ২ ৪৪ ১১ ৩৯ বেলা বোস তুমি পারছ কি শুনতে? ১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেবনা কিছুতেই আর হারাতে হ্যালো ২ ৪৪ ১১ ৩৯ দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরী খুব জরুরী দরকার ২. স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা । । আর কিছুদিন তারপর বেলা মুক্তি কসবার এই নীল দেয়ালের ঘর সাদাকাল এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল-নীল সংসার {} চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছ? চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি ২ ৪৪ ১১ ৩৯... হ্যালো ২ ৪৪ ১১ ৩৯, দুরছাই ২ ৪৪ ১১ ৩৯, এই বার শুনি বেলা বোস কই বলেছিলেন। কৃতজ্ঞতাঃ আলিম আল রাজি Click This Link ফেইসবুক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.