আমাদের কথা খুঁজে নিন

   

### ইচ্ছাগুলো হোক স্বপ্নাতুর,সংশয়হীন ###

পাগলামী

(বন্ধু-লেখক-নাট্যকার-অভিনেতা '' মাসুদুল হাসান শাওনকে আমার শ্রদ্ধার্ঘ্য স্নেহ ও ভালবাসা) আমার চাওয়া-আমার পাওয়া সত্য পরম্পরায় অন্ধ আগল,বন্ধ মনটা আগুনে পোড়ায় চপল হাওয়ায় ভস্ম উড়িয়ে ইচ্ছে ঘুড়ির নিবিড় আশায় আমায় ভাসায়,আমায় হাসায় মনটা আমার মন মন্দিরে স্বপ্ন দোলায় কষ্ট ভোলায়,জোয়ার নদীর কুল ছাপিয়ে কলকলিয়ে সাগর পানে উজান-ভাটি কাব্যকলায় জল নাড়ায় অস্পৃষ্য সময় ব্যকরণ ভুলে গহীন জলের বানের ডাকে অকারণ পথ হারায় বিন্যস্ত বিষ্ময় সহজাত প্রণয়ী প্রত্যয়ে আশ্বাসের সাবলীল হাতটা বাড়ায় পুণঃপৌনিক এবং ধারাবাহিক ... ইচ্ছাগুলো পাখা মেলে স্ববিস্তারে স্বপ্নাতুর, সংশয়হীন জরাজীর্ণ রকম-সকম সাগরের নোনা জলে মাতম করে... ৩০/১০/২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।