আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে কাঠ ব্যবসায়ীর কব্জি কর্তন

জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা নামক স্থানে আজ বিকাল ৩টার দিকে কাঠ ব্যবসায়ী কষ্টো সরকারের হাতের কব্জি কেটে নিয়েছে সন্ত্রাসীরা। মারাত্বক আহত অবস্থায় কষ্টো সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে কাটা কব্জি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সন্ত্রাসীদের আটকের চষ্টো চালাচ্ছে।

স্থানীয়রা জানান, সন্ত্রাসী বিপুলের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে কাঠ ব্যবসায়ী কষ্টো সরকারকে ধাওয়া করে ধরে ফেলে।

এসময় সন্ত্রাসী বিপুল ধারালো অস্ত্র দিয়ে কষ্টো সরকারের ডান হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয়রা একজোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে মারাত্বক আহত অবস্থায় কষ্টো সরকারকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাটা কব্জি উদ্ধার করে।

    

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.