আমাদের কথা খুঁজে নিন

   

'ভোট দেব না, বরং রাজনীতির বলি হব..'

সৃষ্টির রহস্য খুজছি

তরুন বয়সের অনেকেই এখন রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছেন। এমার বন্ধু নিশা। প্রথবার ভোটার হয়েছে। তবে প্রথম ভোটার হয়েও এবার সে ভোট দেবে না বলে প্রতিজ্ঞা করেছে। কারণ, তার কাছে হাসিনা বা খালেদা সবচেয় বিরক্তিকর নাম।

এই প্রধান নেত্রীদের কথা, কাজ, প্রতিশ্রুতি নিশার কাছে 'ভোগাস' মনে হয়। নিশার কাছে আমার প্রশ্ন ছিল, 'রাজনীতির প্রতি আগ্রহ না হলেও তাকে নিয়ে রাজনীতি হতে পারে। এ বিষয়ে সচেতনতা নেই তার। সে রাজনীতির শিকার হতে রাজি। তবে দুই প্রধানের কাউকে ভোট দিতে রাজি নয়।

এখন প্রশ্ন নিশার মত কতজনের অবস্থা এরকম?? শুধুমাত্র ভোট না দিয়ে বা না ভোট দিয়ে দেশের রাজনীতিকে পরিবর্তন করা যাবে? আমরা ভোট দেই আর না দেই দু'দলই পলাক্রমে দেশকে 'ধর্ষণ' করবে। তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।