আমাদের কথা খুঁজে নিন

   

আর কত ধর্ষন ? ? ?

পত্রিকা পড়া আমি ছেড়েই দিয়েছি প্রায়ই যে পত্রিকা খুললেই প্রতিদিন খুন আর ধর্ষনের খবর পড়তে হয় সেই পত্রিকা পড়াটা আমার কাছে গুরুত্বপূর্ন মনে হয় না। কারন আমি আর পারছি না আর কতই বা পারব ? পত্রিকার পাতা জুড়ে শুধু ধর্ষন আর গনধর্ষন । আর কত আমাদের বোনদের নিজেদের ইজ্জ্বত দিতে হবে আর কত নিজেদের বোনদের জীবন দিতে হবে যা দিলে শান্ত হবে ঐ সকল পশু? আর কত ? আর কত ? আজকাল ফেসবুকে ও আর আসতে মন চাইছে না প্রায় দিনই আসছে ওমুক জায়গায় তমুক গনধর্ষনের স্বীকার। গত ২দিন আগে ফেসবুকে দেখলাম কুমিল্লার এক মেয়ে গনধর্ষনের স্বীকার। খবরটা দেখার পর এতটাই খারাপ লাগল যে পৃথীবীটাকেই অর্থহীন মনে হচ্ছিল।

মনে হচ্ছিল এই পৃথিবীতে আবেগ অনুভূতি ভালবাসা মূল্যবোধ বিবেকবোধ এগুলোর কোন দাম নাই অথবা আদৌ এগুলা নাই। কি লাভ কি এই খানে থেকে ? আচ্ছা কি দোষ করেছিল টাঙ্গাইলের ঐ মেয়েটি চিটাগং এর ঐ মেয়েটি সাভারের ঐ মেয়েটি কুমিল্লার ঐ মেয়েটি কিছু মস্তিষ্ক বিকৃত মানুষের কিছুসময়ের লালসার কারনে একটা মেয়ের জীবন দিতে হল ? জীবনের শেষ মুহূর্তে কিছু পশু শেষ করে দিল তার স্বর্বস্ব। এইভাবে কি চলতেই থাকবে নাকি আমরা কিছুটা সচেতন হব। আসলে আমরা প্রত্যেকে হয়তবা সেইদিনই সচেতন হব যেইদিন যার নিকট কেউ এই ঘটনার স্বীকার হবে হয়তবা সেইদিনই । কথাটা একবুক কষ্ট নিয়ে লিখলাম কেননা একটা ওপেন কনর্সাট বা ডিজে পার্টি করলে মানুষের জায়গা দেওয়া কঠিন হয়ে যায় কিন্তু এই সব ধর্ষক বিরোধী কার্যক্রম এ মানুষ নেই ।

কাউকে যদি বলি সে একশ প্রশ্ন ছুড়ে দেয়। আচ্ছা বাংলাদেশে কি এত কম ধর্ষন হচ্ছে যতটা পাবলিসিটি হচ্ছে কিন্তু আসলে আরো অনেক ধর্ষন হচ্ছে যা হয়তবা আলোতে আসছে না। আজকে মেয়েদের অবস্হান কোথায় গিয়ে দাড়াচ্ছে ? মেয়েদের কি শুধু ভোগের বস্তু মনে হয়? আমি বুঝিনা মানুষের বিবেক কতটা নিচে নামলে এই টাইপ কাজ করতে দ্বিধা করে না ? আর কত শুনব ধর্ষিতার ক্রন্দন? না আর শুনতে চাই না এখন সময় শোনার ধর্ষকের শাস্তির চিত্‍কার । এখন আমাদের সময় এসেছে ঐ সকল অপরাধীদের এমন শাস্তি দেওয়ার যাতে বাংলাদেশ থেকে ধর্ষন শব্দটা মুছে যায়। অনলাইন ব্লগারস কমিউনিটি এক হয়েছি আমরা ।

আর কোন বোনকে যাতে কাঁদতে না হয় এই উদ্দেশ্যে কাজ করে যাব আমরা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।