আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা চাওয়া আর ধন্যবাদ দেওয়া - পাক ও ভারত

কয়েকদিন আগে পাকিদের ক্ষমা চাওয়া নিয়ে অনেক প্যাচ প্যাচ হইসে, আজ আমি বলব কি কারণে পাকিরা ক্ষমা চাবে আর কি কারনেই তারা ধন্যবাদ পাবে। ক্ষমা চাইবে, কারনঃ ১। শালা হিজুর বাচ্চা গুলা ৯০০০০ সৈন্য নিয়ে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ না করে যদি আরও যুদ্ধ করত, তাহলে আমরা স্বাধীনতার গুরুত্ব আরও ভালভাবে বুঝতাম। আমাদের কাছে ৩০ লক্ষ মানুষ তেমন কিছু না, ৯ মাস অনেক কম সময়। ২।

তোরা ৯০০০০ জন ভাদাদের পা ধরে চলে গেলি, তোদের যে ২-৪ টা ভাই এই দেশে পড়ে ছিল, যারা পাক বললেই অজ্ঞান, তাদের কেন এই কাল-বেটে মানুষদের মাঝখানে রেখে গেলি????????? তাদেরকেও নিতি। ধন্যবাদ পাবে, কারনঃ ১। প্রথম ধন্যবাদ যাবে জুলফিকার আলী ভুট্টা থুক্কু ভুট্টোর কাছে। সে যদি পাকিস্তানের ক্ষমতার জন্য এত কারিকেচার না করত, আমরা হয়ত এখনো পাকিদের স্বায়ত্তশাসনে থেকেই খুশি হতাম আর দিনে ২-৪ টা আমেরিকান ড্রোন আমাদের মাথার উপর উড়তে দেখতাম। বিদেশে গর্বের সাথে বলতাম, হাম টেররিস্ট হ্যায়!!!! এবার দাদাবাবুদের পালা।

দাদারা ক্ষমা চাবে, কারনঃ ১। অই ৯০০০০ জনকে ওরা পাকিস্তানে না পাঠিয়ে যদি আমাদের হাতে ছেড়ে দিত, তাহলে এখন আর পাকিদের আর কষ্ট করে ক্ষমা চাইতে হত না। আমরাও এখন একটা রাজনৈতিক পেচাল থেকে বাঁচতাম। দাদাবাবুরা ধন্যবাদ পাবে, কারনঃ ১। আমাদের দেশে ৭১ এ যত মেড বাই পাকি জিনিসপত্র এমনকি চেয়ার-টেবিল ছিল, গনিমতের মালের মত তাদের দেশে চালান করেছে।

আমরাও নতুন করে দেশি পন্যের প্রতি ঝুঁকেছি। থাঙ্কু দাদাস ফর ইউর লুটপাটিং। এবার দাদাবাবুরা আমাদের ধন্যবাদ দেবে, কারনঃ ১। তাদের বিএসএফ এর ট্রেনিং এ আমাদের দেশের মানুষ ও সরকার দারুন ভুমিকা পালন করছে। সারাদিন ওরা পাহারা দেয়, বিনোদনের খোরাক হিসেবে ২-১ টা কালা - বাইটা পাবলিক মারলে দেশের আর কি হবে।

তারা খুশ, হুম্ভি খুশ। খুবই রাগের মাথায় লিখসি, কি লিখসি নিজেও জানি না। ফলে কেউ যদি উলতা পাল্টা বুঝেন, কিছু করার নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.