আমাদের কথা খুঁজে নিন

   

চার হাজার ২৫০ টাকার প্রস্তাব শ্রমিকদের প্

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম ৪ হাজার ২৫০ টাকার নতুন মজুরির প্রস্তাব দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। কিন্তু নূ্যনতম মজুরি ৮ হাজার ১১৪ টাকার দাবির বিপরীতে বিজিএমইএর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রমিক পক্ষ। এ অবস্থায় নতুন মজুরি নির্ধারণের জন্য ৪ নভেম্বর বৈঠকে বসার জন্য মজুরি বোর্ডের কাছে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা সময় চেয়েছেন। গতকাল রাজধানীর তোপখানা রোডে মজুরি বোর্ডের কার্যালয়ে মালিক পক্ষ ও পোশাকশ্রমিক নেতাদের বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান এ কে রায় সাংবাদিকদের এ কথা জানান।

বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত মজুরি বোর্ডের অষ্টম বৈঠক চললেও কোনো পক্ষই সমঝোতায় পেঁৗছাতে পারেনি। বোর্ডের চেয়ারম্যান এ কে রায় বলেন, মালিক পক্ষ নিম্নতম মজুরি ৪ হাজার ২৫০ টাকা করার প্রস্তাব দেয়। শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম এর বিরোধিতা করেন। এ সময় নিরপেক্ষ সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন মজুরি ৫ হাজার টাকা করার প্রস্তাব দেন। মালিক পক্ষের প্রতিনিধি আরশাদ জামাল সাড়ে ৪ হাজার টাকার বেশি দিতে পারবেন না বলে জানান। এর মধ্যে ব্যাসিক ২ হাজার ৬০০, বাসাভাড়া ১ হাজার ৫০, যাতায়াত ২০০ ও খাদ্যভাতা ৩০০ টাকা। তবে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা মজুরি নির্ধারণ নিয়ে আলোচনার জন্য আরও তিন থেকে চার দিন সময় চান। এর পরিপ্রেক্ষিতে ৪ নভেম্বর নতুন মজুরি নির্ধারণ নিয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। এর আগে সকালে মজুরি বোর্ডের বৈঠক চলাকালে নূ্যনতম মজুরি ৮ হাজার ১১৪ টাকার দাবিতে মজুরি বোর্ডের প্রধান ফটক অবরোধ করে রাখেন শ্রমিকরা। বোর্ডের চেয়ারম্যান এ কে রায়ের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি, বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিজিএমইএর স্থায়ী সদস্য ফজলুর রহমান প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.