আমাদের কথা খুঁজে নিন

   

মিস এশিয়া খেতাব এবার সৃষ্টি রানার

মিস এশিয়া প্যাসিফিকের মুকুট এবারও পরলেন এক ভারতীয়। গত বছর হেমাঙ্গিনী সিংয়ের পর এবার খেতাব জিতলেন সৃষ্টি রানা। বুধবার দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এই প্রতিযোগিতায় ৪৯ জনকে পেছনে ফেলে তিনি এই খেতাব জিতে নেন।

২১ বছরের সৃষ্টি রানা এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড খেতাব জেতার পাশাপাশি সেরা ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ডও পেয়েছেন।

হেমাঙ্গিনী সিং এই খেতাব জয়ের আগে ২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক জিতেছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এর আগে হরিয়ানার ফরিদাবাদের মেয়ে সৃষ্টি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩-এর দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। উল্লেখ্য, সুন্দরী প্রতিযোগিতায় ভারতীয় মেয়েদের দাপট বেড়েই চলেছে। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী মঞ্চে ঐশ্বরিয়া রাই, সুস্মিতা সেন ও লারার সাফল্যের পর ভারতীয়দের খেতাব জয় অব্যাহত রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।