আমাদের কথা খুঁজে নিন

   

♣ ♣ ♣ ♣ ♣ ছবিব্লগে সিরিজ জয়ের বীরত্বগাঁথা ♣ ♣ ♣ ♣ ♣ (বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ)

Never lose hope...., Never Stop Expedition....
নিয়মিত হয়ে যাওয়া সেই ভিক্টরি ল্যাপ গ্যালারি ভরা দর্শকের একাংশ ২৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান শুভ ৫৮ রানের ইনিংসের পথে তামিম ইকবাল ৬৩ রানের উদ্বোধনী জুটি ভালো ভিত গড়ে দেয় অর্ধশতকের পর তামিম সপাটে মার মুশফিকের মুশফিকের উইকেট পাওয়ার পর নিশাম মুশফিকের হতাশা ২১ রান করার পথে মাহমুদুল্লাহর একটি শট রান নিতে ছুটছেন মাহমুদুল্লাহ ও সোহাগ গাজী; ছুটছে বাংলাদেশ জয়ের পথে মাহমুদুল্লাহকে কট অ্যান্ড বোল্ড করার পর কোরি অ্যান্ডারসন দেশসেরা পেসারের (মাশরাফি) বলে বোল্ড হামিশ রাদারফোর্ড রাদারফোর্ডকে বোল্ড করার পর মাশরাফিকে সতীর্থদের অভিনন্দন এলিয়টকে ফিরিয়ে দেয়া রাজ্জাককে নিয়ে বাংলাদেশের উল্লাস মমিনুলের ঘূর্ণিতে বধ ব্রেন্ডন ম্যাককালাম এবং তার আউটের পর আউটের পর উল্লসিত বাংলাদেশের খেলোয়াড়েরা নিশামকে আউট করার পর প্লেয়ার অব দ্যা ম্যাচ সোহাগ গাজী; সাথে মমিনুল হক শেষ ব্যাটসম্যান সাউদি আউট আমরা বিশেষ কারো ওপরে নির্ভরশীল নই: সোহাগ গাজী খেলা শেষ, সিরিজ আমাদের আর দিনের শেষে, ম্যাচের শেষে, সবার শেষে একটা কথাই শাবাশ বাংলাদেশ, শাবাশ ছবি সব ইন্টারনেট থেকে সংগৃহীত ♣ ♣ ♣ ♣ ♣ ছবিব্লগে বাংলাদেশের বীরত্বগাঁথা ♣ ♣ ♣ ♣ ♣ (বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।