আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ম্যাচের দিকে তাকিয়ে নিউ জিল্যান্ড

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মিলস বলেন, “আমি মনে করি আমরা শেষ ওয়ানডেতে জিততে পারবো। । প্রথম ওয়ানডেতে আমরা লক্ষ্য থেকে বেশি দূরে ছিলাম না। কিন্তু রুবেলের হ্যাটট্রিক সব এলোমেলো করে দেয়। আজকের রাতটাও আমাদের জন্য ভীষণ হতাশার ছিল।

” “আসলে এ ধরনের কন্ডিশনে খেলা কঠিন। তবে দলের সবাই মাথা উঁচু করে সিরিজ শেষ করতে মরিয়া। কোনো সন্দেহ নেই, আমরা ঘুরে দাঁড়াবই। ” মিলস মনে করেন, ২৪৮ রানের লক্ষ্য তেমন কঠিন ছিল না। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোর ধাক্কা তারা সামলে উঠতে পারেননি।

তিনি বলেন, “আমাদের শুরুটা ভালো হয়নি। শুরুতেই উইকেট হারিয়েছি। যখনই আমরা বড় জুটি গড়ার দিকে এগিয়ে গিয়েছি, তখনই উইকেট হারিয়েছি। প্রথমে টেইলর-অ্যান্ডারসন এবং পরে ব্রেন্ডন-টেইলর জুটি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

” “আজ আমাদের বোলিং খুব ভালো হয়েছে। কোরি (অ্যান্ডারসন) ও জেমস (নিশাম) খুব ভালো বল করেছে। তবে বড় জুটি গড়তে না পারায় আমাদের পক্ষে জেতা সম্ভব হয়নি। ” ২০১০ সালের বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল নিউ জিল্যান্ড। অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

এবারো তাদের সামনে সব ম্যাচ হেরে যাওয়ার শঙ্কা। তবে মিলসের বিশ্বাস, তিন বছর আগের সেই সিরিজ তাদের জন্য অনেক বেশি বেদনাদায়ক ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “তিন বছর আগের বাংলাদেশ সফরে অনেক বেশি প্রত্যাশা ছিল বলে ব্যর্থ হয়ে আমরা ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। তার আগে প্রত্যেকবার আমরা ওদের সহজেই হারালেও ২০১০ সালে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। নিজেদের সুবিধামতো উইকেট তৈরি করে অপ্রতিরোধ্য হয়ে ওঠে।

” “এবার আমরা কঠিন লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়েই এসেছি। বাংলাদেশ আজ সত্যিই খুব ভালো খেলেছে। তাই আমরা ওদের সঙ্গে পেরে উঠিনি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।