আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড্ডির পাইলট যখন ছাগল ব্যবসায়ী। (ফান ও সচেতন মুলক পোষ্ট)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ছাগল ব্যাবসায়ীরা সব কাঠাল পাতা নিয়া আওগাইয়া বহেন। জরুলি কতা আচে। কথার মইধ্যে কথা অইলোগিয়া আফনেগো দলে নতুন যোগদান করছেন আমাগো ঘুড্ডির পাইলট। তিনার ঘুড্ডির ব্যাবসা খুব একটা জমছে না তাই তিনি বিক্রয়ডটকমে বিজ্ঞাপন দিয়েছেন।

তিনি ৫০০০ টাকায় একটি সুদর্শন ছাগল বিক্রি করবেন। কিন্তু আমি ৫০০০+ ২০০ টাকা বলাতেও তিনি বিক্রি করতে রাজি হলেন না। কিন্তু কেন??? (জাতি জানতে চায় ইমো) ঘটনা সমুহ: ------ - ফেবু চ্যাট: ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা..........অতপর: - পাইলট: কায়রো ভাই এক ঝামেলায় আছি। - আমি: কি ঝামেলা আবার? - পাইলট: আর কইয়েন না! শিপন নামের এক ব্লগার আছে না, খালি ভূল বানান দিয়ে পোষ্ট দেয়। বেয়াদপে বিক্রয়ডটকম এ আমার নাম্বার দিয়া ছাগল বিক্রির একটা বিজ্ঞাপন দিছে।

এখন গত দুইদিন ধরে সমানে ফুন আসতাছে, সবাই খালি ছাগল এর কনফিগারেশন জিজ্ঞেস করে । আর মজা লয়। - আমি: কন কি? বেডায় এমন করল ক্যান? এইগুলা ভালা না। -পাইলট: কায়রো ভাই, ইখটু ওয়োটান, একখান কল আসছে। ------ ফুন কল- - কলার: হ্যালো......... - পাইলট: হ্যালু, কে বলছেন? - কলার: ভাই আপনি কি ছাগল বেচেন? - পাইলট: না ভাই আমি ছাগল বেচি না।

- কলার: কিন্তু...... আমি যে জানলাম আপনি ছাগলের খামার করেন.... ঐখানে অনেক ছাগল হৈয়াগেছে তাই আপনি নাকি ছাগল সব বিক্রি করে দিবেন!! - পাইলট: না ভাই, আমি ছাগলের খামার করি না। ছাগলও বেচি না। কিন্তু একটা কথা বলেনতো আপনি কই থেকে এই খবর জানলেন? আর নাম্বার কই পাইলেন?? - কলার: ভাই আমি কেন, ভার্চুয়াল জগতের সবাইতো জানে যে আপনি ছাগল বিক্রি করেন। - পাইলট: না ভাই, এখানে একটা মিসটেক হয়ে গেছে। শিপন নামের এক ব্লগার আমার সাথে দুস্টামি করে এই কাম করছে।

শিপন একটা বদের হাড্ডি, মাঝে মাঝেই ও এমন দুষ্টামি করে। আরো অনেকের সাথেই সে এমন করেছে। এখন আমি ওকে ফুন দিয়া পাই না। নাম্বার বন্ধ করে রাখছে। - কলার: ভাই, আমার মনে হয় আপনি লজ্জায় বলতে চাচ্ছেন না যে আপনি ছাগল বিক্রি করেন।

লজ্জার কিছুই নাই, আমার একটা ছাগলের খুবই দরকার। তাই এতো রাতে ফুন দিছি। ভাই আমারে একটা ছাগল দেন। - পাইলট: ভাই, ছাগল পালতে কাঠাল পাতা লাগে। ঢাকায় কাঠাল পাতা পামু কই যে আমি ছাগাল পালমু>>>?? - কলার: তো, আপনি কি পালেন? - পাইলট: আমি কিছুই পালি না।

ইভেন আমার বাসায় কোনো মুরগী ও নাই। - কলার: ভাই, আপনি ছাগল আর মুরগীকে এক পাল্লায় মাপলেন? আপনি জানেন না, ছাগল পালা সুন্নত। আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স.) কিছুদিন ছাগল পেলেছেন। - পাইলট: কে বলছে আপনারে নবী (স.) ছাগল পালতেন? তিনিতো আরবে থাকতেন। আরবে কি গড়ম আপনি জানেন? সেইখানে ছাগল বাচঁবে কিভাবে? তাছাড়া আরবে কি কাঠাল পাতা আছে যে ছাগলরে খাওয়াইবে?? - কলার: ভাই, আমি ৫০০০ এর সাথে ২০০ টাকা বেশি দিমু তবুও আমার কাছে একটা ছাগল বেঁচেন।

- পাইলট: ভাই আমি সত্যিই ছাগল বেচি না। - কলার: তো আপনি কি বেচেন? ঘুড্ডি বেচেন?? - পাইলট: কিছুটা টাস্কিত হয়ে.....হ আমি ঘুড্ডি বেচি। আমার থেকে ঘুড্ডি কিনেন। মাত্র পাঁচ টাকা করে। - কলার: কিন্তু ভাই, ঘুড্ডি উরাইতেতো পাপাপাপাইলট লাগবে, আমি তো উড়াইতে পারি না।

- পাইলট: আপনি আইসেন, আমি ঘুড্ডিরে ধাক্কা দিয়া দিমুনে... - কলার: না, আমি আইতে পারমু না। আপনি কুরিয়ার কইরা পাঠাইয়া দিয়েন। - পাইলট: হ, আমারতো কাম নাই যে পাঁচটাকার ঘুড্ডি ১৫০ টেকা দিয়া কুরিয়ার করমু!!! ---- ২। --- ফেবু চ্যাট। পাইলট: কায়রো ভাই......একটু ওয়েট করেন।

আবার একজন ফুন দিছে। আমি: কে ফুন দিছে? কি কয়? পাইলট: ছাগল কিনবার চায়! আমি: তো বেইচা ফেলান, বসাইয়া রাইখা লাভ কি?? পাইলট: আপনিও মিয়া মজা লইতাছেন। --- ফুন কল। - কলার: তো, ভাই আপনি যদি ছাগল নাই বিক্রি করেন তো এতো রাইতে জাইগা আছেন কেন? - পাইলট: ভাই আমি শিপনরে খুজতাছি। আর ফেবুতে চ্যাট করতাছি।

- কলার: কার সাথে চ্যাট করেন। ? - পাইলট: আমার এক বন্ধুর লগে। - কলার: সে ও কি ছাগলের ব্যাবসা করে? - পাইলট: না, ইয়া আফনে কিয়া কন! আমার বন্ধু বিদেশে থাকে। - কলার: তো বিদেশে কি ছাগল পালবার পারে না!! - পাইলট: না, সে ছাগল পালবে ক্যান?? - কলার: না, আমরাতো জানি যারা বিদেশ থাকে তারা না হয় ছাগল পালে না হয় খুরমা খেজুর গাছ পাহারা দেয়। - পাইলট: জ্বি না, আমার বন্ধু ঐ রকম না।

ভাল চাকরি করে। - কলার: কি চাকরি করে? - পাইলট: কওয়া জাইবো না। - কলার: কওয়া যাইবে না ক্যান? না কি আপনি জানেন ই না সে বিদেশে কি করে? সে কি সওদি আরবে ছাগল পালে, নাকি মিশরে পিড়ামিড বানায় নাকি সে ফিরান্সে আইফেল টাওয়ার পরিস্কার করে সেটাজেনে বন্ধুত্ব করবেন না!! - পাইলট: সে ভাল কিছু করে, কিন্তু বলা যাইবে না। - কলার: তো, সে কোন দেশে থাকে? - পাইলট: সে মিশরে থাকে। - কলার: সে কি তাহলে মিশরের নীলনদে মাছ ধরে?? - পাইলট: জ্বি নাহ, সে মিশরে একটা তেল কম্পানিতে ম্যানেজারি করে।

- কলার: ও, তাহলেতো সে অনেকটা টাকা কামায়। সেইটাকা দিয়াতো দুইজনে ছাগলের ব্যাবসাটা আরো বড় করতে পারেন। - পাইলট: কইছি না! সে ভাল কাজ করে। ভাল না থাকলেতো দেশেই চলে আসত। -- ৪।

-- ফেবু চ্যাট। - পাইলট: কায়রো ভাই, শিপন সব করাইতাছে। যে ফুন দিছে সে সব জানে। ব্লগের সবাইকে চিনে। সব জেনেই আমাকে এইভাবে লারাইতাছে।

জানেন না, গত দুইদিন ধরে পুলাপাইন সমানে ফুন দেয়। আমি শিপনরে ফুন দেই কিন্তু বন্ধ। কি যে করি এখন। - আমি: হুম, চিন্তার বিষয়। তো, পাইলট সাব আপনার জেলা যেন কোনটা।

- পাইলট: বরিশাল। - আমি: ওকে। দেখেন পারলে বেচারার জন্য একটা ছাগল ব্যাবস্থা করে দেন। --- ফুন কল। ---- ভাই, এখন আমার কি হবে।

আমার যে আজ একটা ছাগল বড়ই প্রয়োজন। - পাইলট: ভাই এক কাজ করেন, কাল সকালে আমারে ফুন দেন। আমার এক বন্ধু আছে ছাগল পালে। তার সাথে কথা বলে আপনার জন্য একটা ছাগের ব্যাবস্থা করবোনি। - কলার: না ভাই, আমি বরিশাল থেকে ছাগল কিভাবে আনবো? - পাইলট: না, আমার বন্ধু রামপুরা থাকে।

- কলার: রামপুরা!!! রামপুরায় ও তো কাঠাল গাছ নাই, তাহলে সে ছাগল পালে কিভাবে?? মানে বুঝতে পারছি, আপনি লজ্জায় নিজের কথা বলতে পারছেন না। ভাই লজ্জার কিছুই নাই। ছাগল পালন খুবই ভাল কথা। আপনার মতো শীক্ষিতরা যদি ছাগল না পালে, মাছ না চাষ করে, কৃষি না করে তবে এই সব ক্ষেত্রে আধুনিকতার ছুয়া কই থেকে আসবে। লজা্জার কিছুই নাই, আমি কাউরে কমু না।

আপনি আমার জন্য একটা ছাগলের ব্যাবস্থা করে দেন। - পাইলট: ভাই, আপনি এত রাইতে এত কষ্ট কইরা পয়সা খরচ কইরা এত কথা বলতাছেন, তাহলে আপনার কি গরু হলে চলবে??? -কলার: ভাইজান কি বিবাহিত? - পাইলট: হ। - কলার: ভাবিকে সালাম দিয়েন। আপনার কি বাচ্চা আছে? - পাইলট: হ, এক মেয়ে। - কলার: আল্লাহ আপনার মেয়েকে অনেক বড় করুন।

- পাইলট: ধন্যবাদ ভাই। - কলার: আচ্ছা, আপনি থাকেন কই? - পাইলট: বারিধারা। -কলার: ওয়াও, তাহলেতো আপনি বেশ বড়লোক। সব কি এই ছাগলের ব্যাবসা থেকেই উন্নতি?? - পাইলট: (দীর্ঘ নিশ্বাসের আওয়াজ)................ - কলার: আচ্ছা, আপনার বাসা নাম্বার, রোড নাম্বার একটু ডিটেইলস দেন তো... - পাইলট: কেন? -কলার: কাল রামপুরা থেকে দুইটা ছাগল কিনব। আর যাবার সময় একটা আপনার বাসার গেইটে আপনার জন্য বেধেঁ রেখা যাব।

- পাইলট: আমি ছাগলের মাংস খাই না। গন্ধ লাগে। - কলার: যা খান না তার ব্যাবসা করেন ক্যান তাহলে.......................?? - পাইলট: (দীর্ঘ নিশ্বাস...............................) - ফেবু চ্যাট। ৬। --- আমি: পাইলট সাব, আছেন? - পাইলট: হ ভাই আছি।

বড় বিপদে আছি। শালায়তো নাছোর বান্দা। - আমি: শালায় কি কয়? - পাইলট: আর কইয়েন না। হাবি জাবি কত কি! - আমি: পাইলট........ - পাইলট: হু - আমি: আপনি কি জানেন আমি কায়রো কি করি? - পাইলট: না তো ভাই। সাঠিক জানি না।

জানি লেখা পড়া করেন। - আমি: হুম, লেখা পড়া করি। আর ব্লগিং করি। কোন কাজ করি না, ব্যাবসাও করি না। কোন তেলের কম্পানিতেও জব করি না।

- পাইলট: আর কইয়েন না। ঐ বেডায় আমারে জিগায় আপনার বন্ধু বিদেশে কই থাকে? কোন দেশে থাকে? কি জব করে? আমি আপনার কথা বইলা দিছি সে মিশরে থাকে আর তেল কম্পানিতে ম্যানেজারিং করে। - আমি: হায় হায় করছেন কি!! আমি ফকির মানুষ আর আমারে আপনি তেল কম্পানির মানিজার বানাইলেন!! মিথ্যা বলার কি দরকার ছিলো?? - পাইলট: ভাল হৈছে। যে যেমন তারে তেমনেই শিক্ষা দিতে হয়। - আমি: তো শেষে সে কি বলল? - পাইলট: আজ দুপুরে আবার ফুন দিবে।

- আমি: কয়টায়? - পাইলট: ১ টার পরে দিতে বলছি। - আমি: আচ্ছা, কি হয় জানাইয়েন। আর কোন প্রয়োজন হলে বইলেন। আর অনেক রাত হইয়াগেছে ঘুমাইজান। এমনিতেই আপনার কাশি হইয়া গেছে....... ---মনে হয় এই শীতে।

- পাইলট: আইচ্ছা, আপনিও ভাল থাইকেন। আমি পাইয়া লই ঐ শিপন আর তার চেলা পেলা গুলারে। সব গুলার নিক ব্যান করার আবেদন করবো। আপনারা হেল্প কইরেন। শিউর শিউর শিউর শিউর।

------- মোরাল: - উপরোক্ত আলোচনা থেকে প্রতিয়মান হয় যে.... ১) ঘুড্ডির পাইলট ছাগল না পাললেও তার যথেষ্ট ধৈর্য আছে। ১ ঘন্টার ফাউ পেচালে সে একবারও উত্তেজিত হয় নি । ২) অনেকটা শহজ সরল টাইপের ছাগল ব্যাবসায়ি মানে (মানুষ) ৩) তার কথায় বরিশালের সুঘ্রাণ পাওয়া যায়। ৪) ভার্চুয়াল জগতের কালোদিক ভালভাবেই ফুটে উঠেছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.