আমাদের কথা খুঁজে নিন

   

Startup Weekend Dhaka 2013 - No Talk All Action

১২ জানুয়ারী ২০১৩, রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হল। কিছু মানুষ নিজেদের ল্যাপটপের সামনে বসে গভীর মনযোগে কাজে ব্যস্ত। কেউ বানাচ্ছেন ওয়েবসাইট, কেউ মোবাইল এপ্লিকেশন, আবার কেউবা নিজেদের প্রজেক্ট প্রেজেন্টেশনটিকে গুছিয়ে নিচ্ছেন। এই হলো Dhaka Startup Weekend 2013 এর তৃতীয় এবং শেষদিনের একটি দৃশ্যপট। Startup Weekend মূলত মেধাবী উদ্যোক্তাদের তুলে ধরার একটি মাধ্যম, যারা চান নিজেদের মতো করে কিছু একটা করতে।

সারাবিশ্বে ১০০টিরও দেশে হয়ে যাওয়ার পর Startup Weekend এই প্রথমবারের মত এসেছে বাংলাদেশে এবং ইভেন্টটি বাংলাদেশে আনার দুঃসাহসী কাজটি করেছে 1° Initiative foundation । Startup Weekend Dhaka 2013 আসরের সহযোগী হিসেবে আছেনঃ- • Galactic Partner: Google • Global Partner: Microsoft BizSpark • Premiere Partners: ONEDEGREE INITIATIVE and Independent University Bangladesh • Media Partner: The Daily Star ১০ জানুয়ারী থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে অংশগ্রহনকারীর সংখ্যা শতাধিক। কেউ এসেছেন ফাটাফাটি কোন আইডিয়া নিয়ে, কারও আছে ওয়েব ডেভেলিপিং-এ অসাধারণ দক্ষতা, কেউ আবার অ্যাপলিকেশন তৈরীতে ‘বস, কেউ কেউ আছেন অনন্য ডিজাইনিং এর সক্ষমতা নিয়ে। Startup Weekend এর মূল লক্ষ্য এদের সবাইকে একটি প্লাটফর্মে একত্রিত করা। যে কেউ চাইলেই নিজের মেধার সবটুকু নিয়ে ঝাপিয়ে পড়তে পারেন অন্যকে ছাড়িয়ে যাবার এই লড়াইয়ে, দিতে পারেন নিজের চিন্তা-চেতনার বাস্তব রূপ, পেতে পারেন বিশেষজ্ঞের মতামত এবং উৎসাহ যা সাহায্য করবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে।

ভোটিংয়ের মাধ্যমে নির্বাচিত সেরা আইডিয়াগুলো ৫৪ ঘন্টাব্যাপী কোডিং, ডেভেলপিং এবং চূড়ান্ত ডিজাইনিংয়ের মাধ্যমে বাস্তব রুপ পায়। প্রতিযোগীতা শেষ হবে দেশসেরা কয়েকজন নেতৃস্থানীয় উদ্যোক্তার সামনে প্রেজেন্টেশনের মধ্য দিয়ে। যেখানে যুক্তিযুক্ত উপস্থাপন পরবর্তী ফিডব্যাক এবং ক্রিটিসিজমগুলো যাবার বেলায় প্রতিযোগীদের অভিজ্ঞতার ঝুলিতে বাড়তি মাত্রা হিসেবে যোগ হবে। Startup Weekend Dhaka 2013 সম্পর্কে আরো জানতে ভিজিট করুনঃ http://dhaka.startupweekend.org ফেসবুকে Startup Weekend Dhaka 2013: https://www.facebook.com/StartupWeekendDhaka টুইটারঃ #SWdhaka 1° Initiative foundation সম্পর্কে জানতেঃ http://www.1di.org ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।