আমাদের কথা খুঁজে নিন

   

এই শীতকালটা শুধুই আমার...



যদি মরে যাই আসছে শীতে, তুমি কী একা জেগে কাটিয়ে দেবে এমন দীর্ঘ রাত ? পরপারে একসাথে যাবার মিথ্যে দিব্যি ভুলিয়ে দেবে না তো বেঁছে থাকার এই তৃষ্ণার্ত আকুতি!! স্বপ্ন মানেই দুঃস্বপ্নের খোলা মাঠ রোজ রাতে মুগ্ধতার পসরা বসে। যখন চোখে-মুখে পাপ থাকে তখন দৃষ্টি থাকে খানিক দূরে হয়তো আবছা, হয়তো আলো ঝলমল। তোমার থেকে দূরে, আরো দূরে, চালতা ফুলে যে সকাল হয় তারাও জানে একদিন এমনই এক শীতকালে আমিও শিশির হব আধফোটা ভুরে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।