আমাদের কথা খুঁজে নিন

   

কপোতাক্ষের পানিতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কসহ ১৫ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার তালা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক। প্লাবিত হয়েছে সদর ও পাটকেলঘাটার প্রায় ১৫টি গ্রাম। ভেসে গেছে শত শত পুকুর ও চিংড়ি ঘের। নষ্ট হয়ে যাচ্ছে ৩-৪ হাজার হেক্টর জমির আধাপাকা ধান। পাটকেলঘাটার শাকদাহ সেতু এলাকায় প্রধান সড়কের এক ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

জানা যায়, দুই দিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা তালা উপজেলার কাশিপুর গ্রামের কপোতাক্ষের বেড়িবাঁধ কেটে দিলে ব্যানার স্রোতের মতো লোকালয়ে পানি ঢুকতে থাকে। মুহূর্তে প্লাবিত হয় শাকদাহ, নগরঘাটা, ধানদিয়া, যুগীপুকুরিয়া, চোমরখালী, হরিণখোলাসহ ১৫টি গ্রাম ও আশপাশের খাল-বিল। বুধবার দুপুর থেকে পানির নিচে চলে যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ নামক এলাকা। যে কোনো সময় মহাসড়কে যান চলাচল বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে তালা উপজেলা পরিষদ, খুলনা-পাইকগাছা সড়কসহ খলিলনগর ইউনিয়নের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সড়কসহ বিভিন্ন স্থাপনা দুই মাস ধরে পানিতে ডুবে আছে।

খলিলনগরের লোকজন জানান, কপোতাক্ষ দিয়ে পানি সরতে না পারার অন্যতম কারণ দখল। এ ইউনিয়নের নিকটবর্তী কপোতাক্ষ এক সময় প্রায় ৫০০ ফুট প্রশস্ত ছিল। এখন কমে ২০-২৫ ফুটে দাঁড়িয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নদের উপচেপড়া পানিতে তালার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্ধী হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

পানি নিষ্কাশনের জন্য কপোতাক্ষ নদে যেসব বাঁধ-পাটা রয়েছে তা অপসারণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।