আমাদের কথা খুঁজে নিন

   

শ্বাসকষ্টের রোগী ও শীতকাল

সিওপিডি (COPD) একটি শ্বাসকষ্টজনিত রোগ, যা বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদি অসুস্থতা (Chronic morbidity)  সৃষ্টি করে এবং মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে পরিগণিত হয়ে আসছে। বিশেষ করে শীতকালে অনেকেই এই রোগে ভোগেন এবং কম বয়সে এই রোগে অথবা এই রোগের জটিলতায় মৃত্যুবরণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চলতি ২০১২ সাল নাগাদ COPD বিশ্বব্যাপী রোগের বিস্তৃতি হিসেবে পঞ্চম এবং মৃত্যুর কারণে তৃতীয় স্থান দখল করবে। তাছাড়া অর্থনৈতিক এবং সামাজিক ক্ষতির কারণ হিসেবেও COPD উল্লেখযোগ্য। COPD রোগ আমাদের দেশের অন্যতম স্বাস্থ্য সমস্যা।

চিকিৎসক এবং রোগী উভয়ের জন্য এটি চ্যালেঞ্জিং (Challenging) বিষয় এবং কখনো হতাশাজনকও বটে। কারণ বেশির ভাগ রোগী প্রাথমিক পর্যায়ে আসেন না এবং রোগের সাময়িক উপশমের পর চিকিৎসকের উপদেশ মেনে চলেন না। বাংলাদেশে এই রোগের প্রকোপ সঠিকভাবে জানা না গেলেও গবেষণায় দেখা যায়, শতকরা ৬ ভাগ লোক এই রোগে আক্রান্ত।

COPD : এটি ফুসফুসের এমন একটি রোগ যেখানে শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয়। ফলে রোগী শ্বাসকষ্টে ভোগে।

কাদের বেশি হয় : COPD রোগের জানা কারণগুলোর মধ্যে ধূমপান প্রধান। সাধারণত যে যত দীর্ঘ সময় ধূমপান করবে তার COPD হওয়ার সম্ভাবনা তত বেশি। * কর্মক্ষেত্রে জৈব-অজৈব ধূলিকণা বেশি হলে। * রান্নার কাজে জ্বালানি হিসেবে যারা কাঠ, শুকনো খড় ইত্যাদি ব্যবহার করেন। * বায়ুদূষণ মাত্রাতিরিক্ত পর্যায় হলে।

* ফুসফুসের সংক্রমণ হলে, যেমন ঘন ঘন ভাইরাস সংক্রমণ। তাছাড়া জন্মগতভাবে ফুসফুস ঠিকমতো না গড়লে এবং আলফা ওয়ান এনটিট্রিপসিন নামক এনজাইমের ঘাটতি হলেও এ

সিওপিডি COPD) রোগ হয়।

রোগের লক্ষণ : শ্বাসকষ্ট ও কাশি COPD রোগের প্রধান লক্ষণ। শ্বাসকষ্ট সাধারণত কমবেশি সার্বক্ষণিক বিদ্যমান থাকে এবং চলাফেরায় বা কাজ কর্মে বৃদ্ধি পায়। সঠিক চিকিৎসা না নিলে শ্বাসকষ্ট দিন দিন বাড়তে থাকে।

কাশির সঙ্গে কফ (Sputum) থাকতে পারে এবং কোনো কোনো সময় শ্বাসকষ্ট, খুকখুক কাশি অনেকটাই বেড়ে যেতে পারে।

রোগ নির্ণয় : COPD নিশ্চিত হওয়ার জন্য Spirometry পরীক্ষা করা যেতে পারে। তাছাড়া ফুসফুসের অন্য সমস্যা আছে কি না জানার জন্য প্রাথমিকভাবে বুকের X-Ray করা প্রয়োজন। Spirometry পরীক্ষার মাধ্যমে রোগনির্ণয় ছাড়াও রোগের তীব্রতা পরিমাপ করা যায়, যা যথাযথ ও সঠিক চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ।

লেখক : বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল

কলেজ হাসপাতাল, ফোন :০১৭১১-১৭১৬৩৪

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।