আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক যেন একাত্তরের চিত্রপট......



স্বাধীনভাবে গণমাধ্যমকে তার পথ চলতে দিতে হবে। যদি চলার পথে কোন বাধা আসে তাহলে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। গণমাধ্যম স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে না। আর কখনো কোন সমাজ,জাতি অর্থাৎ দেশ সৃষ্টি হবে না। কারণ গণমাধ্যম দেশ গঠনে ভূমিকা রাখে।

আর তাই একে রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আজ এই গণমাধ্যমকে ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত । ঠিক যেন একাত্তরের পুনরাবৃত্তি হতে চলেছে আজ । আর তাই বারবার ফিরে আসছে একাত্তর সালে গণমাধ্যমের উপর পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার কথা। সেই সময় পাকিস্তানি বাহিনী এই দেশের গণমাধ্যম প্রতিষ্টান ও সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল ব্যাপকভাবে।

যাতে করে গণমাধ্যমগুলো তাদের বিরুদ্ধে কোন কথা বলতে না পারে। এবং সাধারণ মানুষ জানতে না পারে দেশে কি ঘটছে । আর এই সুযোগে তারা যাতে তাদের কাজ চালিয়ে যেতে পারে সবার অগোচরে। এই দেশটিকে পরিণত করতে পারে পাকিস্তানি রাষ্ট্রে । তাই পাকিস্তানিবাহিনী সেদিন গণমাধ্যমের টুটি চেপে ধরে রাখতে চেয়েছিল।

চেয়েছিল গণমাধ্যম যাতে তাদের বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করতে না পারে। আজ ঠিক তেমনিভাবে গণমাধ্যমের জন্য অশনিসংকেত শোনা যাচ্ছে। গণমাধ্যমকে ধোঁয়াশার চাদরে ঢেকে ফেলার চেষ্টা চলছে। আর তাই গণমাধ্যম প্রতিষ্টানের উপর হামলা করা হচ্ছে, হামলা করা হচ্ছে সাংবাদিকদের উপর। আর এই হামলার স্বীকারে গণমাধ্যম প্রতিষ্টানসমূহ ক্ষতিগ্রস্থ হচ্ছে ,অনেক সাংবাদিকেই আহত হচ্ছে ।

আবার অনেক সাংবাদিকেই হারাচ্ছে প্রাণ। তাই শুধু পরিবার নয়, দেশ-জাতিও হারাচ্ছে তাদের। ঠিক যেন একাত্তরের চিত্রপট। আজ তাই যখন এই কলম সৈনিকেরা দেশের জন্য কাজ করতে গিয়ে মারা যাচ্ছে তখন মনে পড়ছে সেইসময়ের কলমযোদ্ধাদের কথা যারা তখন প্রাণ হারিয়েছিল এই দেশের জন্যই। আর তখন খুব বেশি ফারাক খুঁজে পাওয়া যায় না।

কারণ আজও গণমাধ্যমের বাক রুদ্ধ করে দেওয়ার জন্য শত্রুরা পায়চারা করছে। তাই যারা গণমাধ্যমের উপর এই ধরণের কর্মকান্ড চালাচ্ছে তারা একাত্তরের হানাদার বাহিনীর চেয়েও কম নয়। সে যেই রাজনৈতিক দলেরেই হোক না কেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।