আমাদের কথা খুঁজে নিন

   

অডিও ফাঁসের ঘটনায় তথ্যমন্ত্রীর বিচার দাবি ফখরুলের

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ফোনালাপের অডিও প্রকাশের ঘটনায় তথ্যমন্ত্রীর বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ আয়োজিত ‘আক্রান্ত গণমাধ্যম: সংকটের আবর্তে দেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, শুধু গণমাধ্যম নয়, বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন। বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কাজ করছেন গণতন্ত্রবিরোধী।

গণমাধ্যম শীর্ষক আলোচনা হলেও গোলটেবিল আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় ফরহাদ মজহারকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক।

এ সময় ফরহাদ মজহার কিছু গণমাধ্যমের বিরুদ্ধে তাঁকে জড়িয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের অভিযোগ আবারও তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বর্তমান সরকারের আমলে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার, মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন। ফোনালাপের অডিও প্রচারের ঘটনায় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর বিচার দাবি করেন তাঁরা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যেসব সংবাদমাধ্যমে হামলা হয়েছে, সেগুলো তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি বন্ধ গণমাধ্যম চালু করারও দাবি জানানো হয়।

কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, কবি আল মাহমুদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, জামায়াত নেতা আবদুর রাজ্জাক, সাংবাদিক শফিক রেহমান, আবুল আসাদ, মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, বিএফউইজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.