আমাদের কথা খুঁজে নিন

   

সেই দিনগুলি...

ভোররাতে খবর এল, উপকূল অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় সবকিছু তছনছ করে দিয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। এই প্রলয়ে কেউ রেহাই পায়নি—গাছপালা, পশুপাখি কিংবা সুন্দরবনের নিরীহ হরিণগুলোও। দিনটি ২০০৭ সালের ১৫ নভেম্বর। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের কথা বলছি।

সেখানে অসহায় মানুষের পাশে দাঁড়ান আমাদের বন্ধুসভার বন্ধুরা।

কিছুদিন পর শুরু হয় পুনর্বাসনের কাজ। ঢাকা থেকে আমরা সাতজন বন্ধু বেরিয়ে পড়ি ১১টি জেলায়। ঝালকাঠি, খুলনার কয়রা, পটুয়াখালীর গলাচিপা, ভোলার চরফ্যাশনসহ আরও কয়েকটি জেলায়।

ঝালকাঠিতে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় ধসে পড়ে।

সিদ্ধান্ত হয় কয়েকটা রাস্তা মেরামত করে দেওয়ার। বন্ধু জুয়েলসহ যাই ঝালকাঠিতে। সেখানে নিত্যদিনের সঙ্গী হিসেবে পাই বন্ধু উত্তম, এডওয়ার্ডসহ অন্য বন্ধুদের। থাকতে হয় ১৫ দিন।

সকালে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়তাম ঝালকাঠি শহর থেকে বেশ কিছু দূরে হেতালবুনিয়া নামক জায়গায়।

সেখানে একটা গুরুত্বপূর্ণ রাস্তার মেরামতের কাজ হয়। বর্ষাকালে সেই রাস্তা দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব। স্কুলের শিক্ষার্থীরা একসঙ্গে দুটি পোশাক নিয়ে স্কুলের পথে রওনা দেয়। কারণ, রাস্তায় যেখানে ভাঙা বেশি, সেখানে পানি মাথার ওপর পর্যন্ত...। পার হওয়ার আগে তারা কাপড় পরিবর্তন করে নিয়ে সাঁতার কেটে পার হতো।

প্রতিদিন আমরা সেখানে যেতাম। কাজের মানুষগুলোর সঙ্গে কথা বলতাম। তাঁরা কাজ করতেন বেশ স্বতঃস্ফূর্তভাবে। কাজ করতে করতে কয়েকজন বলেন, ‘এ রাস্তাটা মেরামত করার জন্য প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ।



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।