আমাদের কথা খুঁজে নিন

   

# # # # Robi Sim দিয়ে Free Internet এর অসাধারণ Speed। সাথে সকল সমস্যার সমাধান। 2G Speed এ আগে এমনটি দেখেননি মনে হয়। # # # #

আসসালামুয়ালাইলুম।  সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালই আছি!

গ্রাহক বারাতে Grammen Phone, Airtel, এবং BanglaLink এর পর Robi ও তাদের ফ্রী নেট চালু করল। তাদের এই ফ্রী নেট এ অন্যান্য অপারেটরের থেকে ভিন্নতা রয়েছে। Robi ফ্রী নেট চালাতে কোন Extra Software এর প্রয়োজন হয় না। তবে তারা এই সুবিধাটা সব গ্রাহককেই ভাল ভাবে দিচ্ছে না।

কারো Speed 12kbps এর উপর ওঠে না। আবার কার Speed 60kbps এর নিচে নামে না। এমন হয় আপনার সিমের কারনে। যারা বন্ধ Sim দিয়ে ইউস করছেন তারা পাংখা Speed এ Browsing আর Download দিতেছেন। আর যারা Running Sim ইউস করছেন তাদের Speed অনেক কম।

আবার কারো কারো 5 Sec পর পর Disconnect হচ্ছে।

Speed & Disconnect: এ সকল সমস্যা থেকে বাচতে হলে আমি বলব আপনি একটা বন্ধ Robi Sim জোগার করুন। আর যদি না পান তাহলে বাজার থেকে ১০০ টাকার একটা Sim কিনে নিয়ে আসুন। আর সেটাও যদি সম্ভব না হয়, তবে যেটা আছে সেটা দিয়েই কাজ চালিতে দিন।
 /\/\/\ পুরাতন SIM এর ক্ষেত্রে: এ জন্য আপ্নাকে একটু কষ্ট করতে হবে।

আপনাকে ওই Sim টা যেকোনো মোবাইল এ তুলে ২০-২৫ মিনিট Net Browsing করতে হবে। এ সময় প্রথম প্রথম আপনি ভাল ভাবে Connect ই পাবেন না। Connect হওয়ার ৪-৫ সেকেন্ড পর পর Disconnect হয়ে যাবে। তবুও আপনাকে কাজ ছালিয়ে যেতে হবে। এভাবে কিছুক্ষন করার পর দেখবেন-Disconnect হতে একটু সময় নেবে।

তখুনি আপনি যে কোন একটা ফাইল Download দিন। ৫০-৬০ এম্বির বা তার বেশি বড় ফাইল হলে ভাল হয়। Dowload এর সময় দেখবেন আপনার Download Speed অনেক Slow. 2kbps-5kbps এর মত। চিন্তা করবেন না। এভাবে চলতে থাকলে কিছুক্ষন পর আপনার Download Speed অনেক বেড়ে যাবে।


আমার প্রথমে 2-3kbps এর মত ছিল। তার পর 28-30kbps. আর এখন তো 60kbps এর নিচে নামতেই চায় না। মাঝে মাঝে  80-90 ও ওঠে। ৮-৯ সেকেন্ডেই Google Crome এ Facebook পেজ লোড হয়। নিচে ScreenShot দিলাম।

আমি আমার Nokia 5130c-2 XpressMusic এ PC Suit দিয়ে কাজটা করেছি।

APN (Access Point Name): আবার কারো কারো APN নিয়ে মাথা ব্যাথা। আপনি যে কোন একটা বসিয়ে দিতে পারেন। Like- gpmms,robinet, gpinternet, internet, blweb, gpwap, wap etc-etc. আমি আগে GrammenPhone এ ফ্রী চালাতাম। Configuration এ এপর্যন্ত হাতি দেই নি।

মনে হয় APN টা gpmms আছে।
Screen Shot-1
Screen Shot-2

 
Screen Shot-3

======================================================================================= আজকের মত Bye Bye. সমস্যার বিষয় গুলো  অবশ্যই Comments এ জানাবেন।

=======================================================================================

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।