আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ড ভাঙতে পারে আইপ্যাড এয়ার

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেটে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান পাইপার জাফরের  ব্যবস্থাপনা পরিচালক এবং গবেষক জিন মানস্টার শুক্রবার বিনিয়োগকারীদের জানিয়েছেন, প্রথম সপ্তাহে ২৫ লাখ থেকে ৩৫ লাখ আইপ্যাড এয়ার বিক্রি হতে পারে।
তবে বাস্তবে দেখা যাচ্ছে অ্যাপলের স্টোরগুলোতে ক্রেতার পরিমাণ কম। এর একটি কারণ হতে পারে তৃতীয় প্রজন্মের আইপ্যাড বাজারে আনার মাত্র সাত মাসের মাথায় অ্যাপল চতুর্থ প্রজন্মের আইপ্যাড বাজারে নিয়ে এসেছে এবং এ মাসের শেষের দিকে চতুর্থ প্রজন্মের আইপ্যাড মিনি নিয়ে আসবে বলে জানিয়েছে।
অন্যদিকে ক্রেতার পরিমাণ কম হলেও অ্যাপল এবারই প্রথম বিশালভাবে ট্যাবলেট বাজারে এনেছে। চীনসহ বিশ্বের ৪২টি দেশের বাজারে চতুর্থ প্রজন্মের আইপ্যাড এয়ার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এর আগে তৃতীয় প্রজন্মের আইপ্যাড ট্যাবলেট প্রথমে ২৭টি দেশের বাজারে ছাড়া হয়েছিল। এ বিষয়টি বিবেচনা করলে আইপ্যাড এয়ারের বিক্রি আগের পরিমাণকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.