আমাদের কথা খুঁজে নিন

   

আসল না ভৌতিক (বাস্তব ঘটনা)

Bangladesh is a beautiful country of the world

ঘটনাটি ২০১১ সালের মাঝামাঝি সময়ে। আমি গ্রামে থাকি। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এম বি এ করতাম । ক্লাস করে বাসায় পিরতে রাত ১১টা আবার কোন সময় আবার বাস না পেলে ১২ টা বেজে যেত। আমাকে শহর থেকে ইজ্ঞিল চালিত নৌকা করে নদী পার হতে হতো।

গ্রামে যখন পৌছতাম তখন মাঝ রাত রাস্তায় তেমন লোকজন থাকত না। তাছাড়া রাস্তার দুই ধারে ছিল শিম গাছ। যেদিন ঘটনাটি ঘটে সে দিন সামান্য চাঁদের আলো ছিল এবং চার পাশে কুয়াশা ঢাকা ছিল। খালি চোখে বেশি দুরে দেখা যায়নি। আমি নদী পার হয়ে একা একা রাস্তা দিয়ে আসতে ছিলাম।

কিছু দুর আসার পর হঠাৎ জমি থেকে রাস্তায় এক মেয়ে উঠে আসল। আমিও হঠাৎ চমকে গেলাম। কারণ আশেপাশে কেউ ছিল না। মেয়েটি ওঠে বলল আমাকে কয় একজন ছেলে তাড়া করেছে। আমি যতো দুর চোখ যায় দেখলাম কিন্তু কাউকে দেখলাম না।

আর মেয়েটা যে দৌড়াছে সে রকম কিছু মনে হয়নি। আমি সাহস করে মেয়েটিকে বললাম ভয় নেই আর কেউ আসবে না। আমার সামনে চলো। চাঁদের আলো ভালো না থাকার কারণে চেহারাটা দেখা যায়নি। মেয়েটি আমার সামনে সামনে চলতে চলেতে কিছু দুর যাওয়ার পর হঠাৎ রাস্তার অন্যপাশে নেমে গেল।

কুয়াশার মধ্যে হঠাৎ চোখের পলকে মিলিয়ে গেল। আর দেখা যায়নি। আমার ভয়টা ও কেটে গেল। আমি দ্রুত পায়ে বাসায় পৌছলাম। সে দিন থেকে যখন ওই পথদিয়ে আসি সে দিনের ঘটনার কথা মনে পড়ে।

এখনো বুঝতে পারিনি এইটা কি আসলে মেয়ে ছিল না কি অন্য কিছু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।