আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরায় এ্যাপোলো হাসপাতালে এসে সাকিবকে দেখে গেলেন প্রধানমন্ত্রী

বসুন্ধরা আবাসিক এলাকায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে গতকাল দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিশ্বসেরা অল-রাউন্ডারের পাশে ১০ মিনিট ছিলেন প্রধানমন্ত্রী এবং সাকিবের সঙ্গে কথাও বলেছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছেন।

প্রধানমন্ত্রী দ্রুত সাকিবের রোগ মুক্তি কামনা করেছেন। এ সময় আলহাজ রহমত উলাহ এমপি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর তার সঙ্গে ছিলেন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাকিব আল হাসান গত ২৮ অক্টোবর বসুন্ধরায় এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। তার চিকিৎসা করছেন ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ড. আজিজুল হাসান।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি সাকিব। তবে টেস্ট সিরিজের দুই ম্যাচেই খেলেছেন দেশসেরা এই তারকা ক্রিকেটার। সাকিব না খেললেও সফরকারী নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে মুশফিকের বাংলাদেশ।

এর আগে ২০১০ সালে সাকিবের নেতৃত্বেই কিউইদের বাংলাওয়াশ করেছিল টাইগাররা। ওই সিরিজে টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছিলেন সাকিব।

আর এবার ডেঙ্গু জ্বরের কারণে ওয়ানডে সিরিজে মাঠেই নামতে পারেননি। তবে এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও শিন বোনে ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব। সে সিরিজও বাংলাদেশ জিতেছিল ৩-২ ব্যবধানে।

আর এবার তো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশই করল টাইগাররা। হাসপাতালের বেডে শুয়েই সতীর্থদের বিজয়োৎসব দেখেছেন সাকিব।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.