আমাদের কথা খুঁজে নিন

   

সারা দেশে গণহত্যা-গ্রেফতার নির্যাতন চলছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, সারা দেশে গণহত্যা, গণগ্রেফতার, অত্যাচার-নির্যাতন চলছে। এর প্রতিবাদে ১৮ দলীয় জোটের ঘোষিত সোমবার সকাল ৬টা থেকে টানা ৬০ ঘণ্টার দেশব্যাপী লাগাতার হরতাল কর্মসূচি। এ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, সরকার ভোটারবিহীন একতরফা প্রহসনের নির্বাচনের নাটক করার জন্য সারা দেশে অব্যাহত গণহত্যা, গণগ্রেফতার অভিযান চালিয়ে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী মহাজোট সরকার ভোটারবিহীন একদলীয় প্রহসনের একতরফা নির্বাচনী প্রচারণা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রীগণ সরকারি ক্ষমতার অপব্যবহার করে এবং সরকারি অর্থ ব্যয় করে নির্বাচনের তফসীল ঘোষণার আগেই নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সংবিধান ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। তাদের এসব কর্মকাণ্ডই প্রমাণ করে বর্তমান প্রধানমন্ত্রীর সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কথা কল্পনাও করা যায় না।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.