আমাদের কথা খুঁজে নিন

   

হয়ত তোমারই জন্য বিদায় জানালাম চিরচেনা এই মায়াময় পৃথিবীকে।।

কুয়াশা ভরা রাতে লাল হয়ে আছে এই দু চোখ ক্লান্তিতে ভরে, কাঁদতে কাঁদতে হয়ত জীবন বিষাক্ত হয়েছে ভাবছি যাব মরে। । অশ্রুগুলো যেন পাথর বেয়ে পড়ছে পাথুরে পানির ফোয়ারার মত, জীবন কি তবে নিচ্ছে পরীক্ষা কাঁদতে হবে আমাকে আর কত। । কাঁদছি হয়ত তার কথা ভেবে হাতে নিয়ে বিষের পেয়ালা, দুঃখ কষ্ট সব শেষ হয়ে যাবে ভুলে যাব তোমার থেকে পাওয়া সব অবহেলা।

। হয়ত আজকের রাত শেষ বেঁচে থাকা অসমাপ্তের রুপেই থেকে যাবে ভালবাসার গল্প, আমার ডায়েরী উপহার দিয়ে যাব তোমায় পড়ে দেখো হয়ত উপলব্ধি করতে পারবে আমার কষ্ট অল্প। । ভালবাসার গল্পের রুপ নিচ্ছে বিদায়ে থেকে যাবে শুধু তোমাকে নিয়ে লেখা ডায়েরীর পাতা, মনে রেখো আমার সব গল্প তোমাকে নিয়ে_ লিখেছিলাম তোমার নামে অজস্র কত কবিতা। ।

মনে রেখ শুধু আমার নামটি যেওনা কখনো ভুলে, হিমেল হাওয়া হয়ে আসব ফিরে বিঁধব তোমার চুলে। । একটিবার প্রদীপ হাতে দাঁড়িয়ো ঘরের দেয়ালে বাধানো আমার ছবিটির দিকে চেয়ে, হয়ত হঠাত্‍ অশ্রু হয়ে ঝরে পড়ব তোমার ঐ দু চোখ বেয়ে। । দেখবোনা আর তোমার হাসি তাকিয়ে থাকবনা চোখে চোখ রেখে, যদি চেয়ে থাকি ছবি হয়ে আমি চমকে যেয়োনা হঠাত্‍ দেখে।

। হারিয়ে গেছি মরনের ওপারে ফিরবনা আমি পাবেনা ভালবাসা আর কোনদিন,যদি পার আমার কবরে এসে কেঁদে যেও হাতে ফুল নিয়ে শ্রদ্ধাঞ্জলী দিয়ো একটি দিন। । । আরজু উরফ পাগলাগারদের পাগল।

। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।