আমাদের কথা খুঁজে নিন

   

দেশ গৃহযুদ্ধের দিকে: কাজী জাফর

এজন্য আওয়ামী লীগকে বেশি দায়ী করেছেন তাদের জোট শরিক দল জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্য। বিএনপিসহ সব দল নির্বাচনে না গেলে তার দলেরও না যাওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান তিনি।
গত শতকের ষাটের দশকের ছাত্রনেতা এবং পরে চীনপন্থী বাম নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া কাজী জাফর বিএনপি হয়ে পরে সামরিক শাসক এইচ এম এরশাদের হাত ধরে তার সরকারের প্রধানমন্ত্রী হন। এখনো জাতীয় পার্টিতে রয়েছেন তিনি।
দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে কাজী জাফর রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।

রাজনৈতিক দলগুলের গণতান্ত্রিক শান্তিপূর্ণ সহাবস্থান কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। ”
মহাজোট শরিক জাতীয় পার্টির এই নেতা বলেন, “এজন্য মূলত সরকারের সদিচ্ছার অভাবই দায়ী।
“আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যেই তা স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে তারা বলছে, তারা শান্তিপূর্ণ অবস্থান চায়; আবার শর্ত জুড়ে দিয়েছে,(বিরোধী দলের) কর্মসূচি প্রত্যাহার করতে হবে। ”
আওয়ামী লীগ একতরফা নির্বাচনের দিতে এগোচ্ছে বলে মনে করেন কাজী জাফর।


“এমন পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে একক নির্বাচন হবে। তবে একক নির্বাচন দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। ”
আওয়ামী লীগের জোটে থাকলেও জাতীয় পার্টির বর্তমান অবস্থান কী- জানতে চাইলে সভাপতিমণ্ডলীর এই সদস্য সেই বিষয়ে দলীয় চেয়ারম্যান এরশাদের সিদ্ধান্তের দিকে অপেক্ষা করতে বলেন।  
“এ প্রসঙ্গে আমি কিছু বলতে পারব না। পার্টির চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি দেশে ফিরে দলের অবস্থান পরিষ্কার করবেন।


“আমি শুধু এইটুকু বলতে পারি, আমরা মহাজোট ছাড়ার সিদ্ধান্তে অটল আছি। সব দল (নির্বাচনে) অংশ গ্রহণ না করলে আমরাও যাব না। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।