আমাদের কথা খুঁজে নিন

   

লালমনিরহাটে পুলিশের গুলিতে ছাত্রদলকর্মী নিহত

হরতালের প্রথম দিনে লালমনিরহাটের পাটগ্রামে ত্রিমুখি সংঘর্ষে নাসির হোসেন (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এসময় পুলিশ অফিসারসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। নিহত নাসির হোসেন পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকার মন্টু মিয়ার ছেলে। তিনি পৌর ছাত্রদল কর্মী বলে জা্নান পৌর বিএনপির সভাপতি ছালাউজ্জামান ওপেল।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাটগ্রাম পৌরসভার ধরলা ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা পৌরসভার সোহাগপুর থেকে মিছিল বের করে। মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। মিছিলটি সোহাগপুর থেকে পাটগ্রাম শহরের দিকে রওনা হলে পথিমধ্যে ধরলা ব্রিজ এলাকার অপর প্রান্তে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেয়।

সংঘর্ষ এড়াতে ধরলা ব্রিজ এলাকায় ১৮ দলের মিছিলে বাধা দেয় পুলিশ। এতে প্রথমে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে পিকেটাররা।

পরে এর সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুরু হয় ত্রিমুখি সংঘর্ষ। এতে পাথরের আঘাতে এসআই রমজান আলীসহ ১০ পুলিশ সদস্য এবং উভয় দলের অন্তত ৩০ জন আহত হয়।

এ সময় পুলিশ ৭০ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে নাসির (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পাটগ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহর জুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.