আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে টায়ারে আগুন, সড়ক অবরোধ

তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবিতে দ্বিতীয় বারের মত ১৮ দলের ডাকে টানা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে নোয়াখালীতে বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলছে। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল বের করা হয়েছে। সোনাপুর চৌমুহনী সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুণ দিয়ে যান চলাচল ব্যাহত করছে হরতাল সমর্থনকারী।

এদিকে সকাল ৬টার দিকে জেলা শহর সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। পরে মিছিলটি জেলা শহরের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিরে বাঁধা দিলে মিছিলকারীদের সাথে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় তারা ২টি ককটেলের বিষ্ফোরণ ঘটায়।

সকাল সাড়ে ৬টার দত্তেরহাট এলাকায় টায়ারে আগুন দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই ছাড়া জেলা শহর মাইজদীর রশিদ কলোনি, বড় মসজিদ মোড়, মাইজদীর বাজার, দত্তেরহাট, মাইজদী পৌর বাজারসহ  বিভিন্ন উপজেলা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে ১৮ দলের নেতা কর্মীরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.