আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের ফাঁদে তামান্না

এ বিষয়ে তামান্না গ্লিটজকে বলেন, “এবার কোনো কাজ নিয়ে দেশে আসিনি। দুই মাসের ছুটি কাটাতে দেশে আসা। পরিকল্পনা ছিল দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখার। আমার প্রবাসী মামা জাকির হোসেন চৌধুরী এখন দেশে। তাকে নিয়ে সিলেট, বান্দরবান ও ঢাকার আশপাশে ঘুরে দেখার পরিকল্পনা করেছিলাম।

কিন্তু হরতালের কারণে তা আর হচ্ছে না। তবে হরতাল শেষে সিলেট যাব। পরিস্থিতি বুঝে ফাঁকে ফাঁকে যতটা বেড়ানো যায়। ”
৩১ অক্টোবর সকালের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।

তিনি আরও বলেন, “২৪ ডিসেম্বর সুইডেনে ফিরে যাব।

এর মধ্যে নতুন কোনো সিনেমায় কাজ করছি না। তবে এই অল্প সময়ের মধ্যে যদি কেউ আমাকে নিয়ে কাজ করতে চায় তবে তা ভেবে দেখব। এখন আপাতত বেড়ানো নিয়ে আছি। ”
তাম্মান্না প্রায় এক বছর আগে দেশে এসে মঈন বিশ্বাস পরিচালিত ‘পাগল তোর জন্য রে’ সিনেমায় অভিনয় করেন। এ বছরের ১ মার্চ সিনেমাটি মুক্তি পায়।

এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, ড্যানি সিডাক, রেবেকা, চিত্রা চৌধুরী, শাহিন শাহ ও এটিএম শামসুজ্জামান।
সাইফুল আজম কাশেম পরিচালিত ‘ত্যাজ্যপুত্র’ সিনেমার মাধ্যমে সুইডেন প্রবাসী তামান্না প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.