আমাদের কথা খুঁজে নিন

   

রেজিস্ট্রেশান ছারাই ১ সেকেন্ডে তৈরি করুন temporary ইমেইল এড্রেস

১ সেকেন্ডে তৈরি করুন ইমেইল এড্রেস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । পোস্ট এর টাইটেল পড়ে কি মনে হচ্ছে অসম্ভব একটি জিনিস । না । অসম্ভব নয় । ১ সেকেন্ডে এর কম সময়ে আপনি তৈরি করবেন আপনার ইমেইল ।

তাহলে আপনাদের বলি আপনাদের কিভাবে কি করতে হবে । অনেক সময় অনেক ওয়েবসাইট এ সাইন আপ করতে হয় ফলে আমাদের দরকার হয় একাধিক ইমেইল । আর আমরা অনেক কষ্ট করে এই ইমেইল এড্রেস তৈরি করি ।
 
আজকে যে উপায় টি দেখাব তাতে কোন সাইন আপ করা লাগবে না, কোন পাসওয়ার্ড ও লাগবে না । এটি ফ্রি আনোনিমাস ইমেইল এড্রেস ।

শুধু ইমেইল এড্রেস লিখলেই আপনি তার ইনবক্স দেখতে পারবেন । যতো খুশি তত ইমেইল তৈরি করতে পারবেন ।
 
>>প্রথমে আপনাকে এই লিংক এ যেতে হবে ।
 
 
>> পরবর্তি নির্দেশনা উক্ত লিঙ্কেই পাবেন
সহজেই আপনার ইমেইল এড্রেস তৈরি হয়ে গেল । বিঃদ্রঃ আপনার এই ইমেইল এড্রেস টি সুরক্ষিত নয় ।


 
 

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরা তথ্য ও প্রযুক্তি (আই.টি) বিষয়ক একটি নতুন ব্লগ সাইট (সম্পূর্ণ বাংলায়) করেছি । Bangla Blog
এই সাইটের মাধ্যমে সবাই তথ্য ও প্রযুক্তির (আই.টি) জ্ঞান শেয়ার করতে পারবেন। এখানে আপনারা আই.টি বিষয়ক টিপস দিতে পারবেন। এই সাইটে বেসিক কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, ইন্টারনেট ইত্যাদি সহ অনেক বিভাগ রয়েছে।

যেখানে আপনাদের আই.টি বিষয়ক যে কোন সমস্যার কথা এখানে লিখতে পারেন, এবং যাদের উক্ত সমস্যাটির সমাধান জানা আছে তারা সমাধানটি দিতে পারবে। ফলে আমাদের সকলের মধ্যে আই.টি জ্ঞানের বিস্তার ঘটবে। প্রিয় বন্ধু কম্পিউটার এর কোন সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। এই ভাবে আমরা আই.টির জ্ঞান ও বাড়াতে পারবো। সাইটটি সম্পূর্ন বাংলাতে তৈরী করা।

ফলে এর ব্যবহার অতি সহজেই যে কেউ বুঝতে পারবে। এই ব্যাপারে আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। এর জন্য প্রথমে আপনাকে এই সাইটের সদস্য হতে হবে।
সদস্য মেনু এর নিচের সদস্য হোন বাটনে ক্লিক করে সদস্য তথ্যপ্রদান করে আপনি সদস্য হতে পারবেন।
আপনাদের সবাইকে আমাদের সাইটে আমন্ত্রন থাকলো।

সবাইকে ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।