আমাদের কথা খুঁজে নিন

   

ভালো মানুষ

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি ।



~এই মেয়ে তুমি কি করো ? ~কিছু না ? ~কেন কিছু করো না ? ~এইটা কি আপনাকে বলতে হবে ? ~না বলতে হবে না । এমনি প্রশ্ন করলাম । মানুষের স্বভাব প্রশ্ন করা । তবে সব প্রশ্নের উত্তর না দিলেও চলে । ~আপনি কি করেন ? ~আমি হাঁটাহাঁটি করি ? ~কেন ? ~সত্য কারন বলবো না মিথ্যা কারন বলবো ? ~দুইটাই বলেন ।

আগে মিথ্যা বলেন পরে সত্য বলেন । সত্য কথা শেষে বলতে হয় । ~মিথ্যা কারন হল ওজোন কমাবো । বেশি ওজোন ক্ষতিকর । হাঁটাচলা করা বিরাট সমস্যা ।

ক্ষুধা বেশি লাগে । পয়সা খর্চা বেশি হয় । ~এইবার সত্য কারন বলেন । শত ভাগ সত্য বলবেন । ভ্যাজাল দিবেন না ।

মিথ্যা যেমন বিশুদ্ধ বলতে হয় সত্য তেমন বিশুদ্ধ বলতে হয় । ~আচ্ছা বিশুদ্ধ সত্য বলবো । শত ভাগের সাথে অতিরিক্ত শত ভাগ ফ্রী । সত্য কারন হল আমি ভালো মানুষ খুঁজি । ~ভালো মানুষ খুঁজেন মানে কি ? মানুষের আবার ভালো খারাপ কি ? সব সমান ।

সবাই মেয়ে দেখলে হাত কচলায় । শব্দ করে কচলায় । আমি এই শব্দ টের পাই । এই শব্দ নিয়ে আমার কারবার । আপ্নেও কচলাইবেন ।

আমি শব্দ শুনবো । মফাজ্জল সাহেব মেয়েটির দিকে ভালো করে তাকালেন । বেশ লম্বা , ফরসা রং, চিকন ঠোট। মুখ লাল হয়ে আছে । মেকআপ দিয়েছে বোধয় ।

মেয়ে গুছিয়ে কথা বলে । কথার মধ্যে ধার আছে । এই ধার কানে লাগে । কথা কান দিয়ে মাথায় ঢোকে । তখন বেথা বোঝা যায় ।

প্রতিদিন রাতে তিনি ভালো মানুষের খোঁজে বের হন । রাতে তার ঘুম আসে না । সময় কাটানোর দরকার। তাই হাটা হাটি করেন । ভালো মানুষ খোঁজেন ।

ভালো মানুষ পান না । শরীর ক্লান্ত হয় । আজ তিনি পেলেন এই মেয়েকে । গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে কথা বলা আনন্দের ব্যাপার। মফাজ্জল সাহেব এই আনন্দ পাচ্ছেন ।

মেয়েটি সহজ করে কথা বলছে । চেনা চেনা ভাব । তিনি আবার প্রশ্ন করলেন ...... ~এই মেয়ে তুমি কি করো ? ~দেহ বাণিজ্য করি । আপনার লাগবে ? চাহিদা থাকলে বলেন । আমি উপস্থিত ।

তেনা প্যাঁচায় লাভ নাই । শুধুই ক্ষতি । মফাজ্জল সাহেব থতমত খেলেন । তিনি এতক্ষণ এমনটা ভাবেন নি । গভীর রাতে একটা মেয়ে সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছে ।

এইটা তার কাছে অস্বাভাবিক লাগে নি । এখন লাগছে । তিনি পতিতার সাথে দাঁড়িয়ে আছেন । আচ্ছা পতিতার ভালো বাংলা কি ? বরবনিতা। রবীন্দ্রনাথের দেয়া নাম ।

মানুষটা সবকিছুর সুন্দর নাম দিতে ভালবাসত । মফাজ্জল সাহেব মেয়েটার দিকে আবার তাকালেন । মেয়েটার চেহেরায় মায়া মায়া ভাব আছে । লাল মেকআপ মায়াভাব কে আড়াল করেছে । মফাজ্জল সাহেব সিদ্ধান্ত নিলেন আজ রাতে তিনি আর হাঁটবেন না ।

শরীর ক্লান্ত। শরীরের বিশ্রাম দরকার । যাওয়ার সময় মেয়েটিকে নিয়ে যাবেন । মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে থাকবে । আসুক তার সাথে ।

ক্ষতি কি তাতে ? মেয়েটির ও বিশ্রাম দরকার । ( অনেকদিন পরের কথা । গভীর রাত । মফাজ্জল সাহেব হাঁটছেন । তার সাথে একটি মেয়েও হাঁটছে ।

মেয়েটি তার দত্তক কন্যা । অনেকদিন আগে এমন এক রাতে তিনি মেয়েটিকে পান । বাপ বেটি মিলে ভালো মানুষ খুঁজছে । )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.