আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়ার শেষ হিসাব

ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া পর পর কয়েক প্রান্তিকে লোকসানের পর এবছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর-এ তিন মাসের হিসাবে লাভের ধারায় ফিরেছে। মাইক্রোসফটের অধীনে যাওয়ার আগে এটাই ছিল সম্ভবত নকিয়া ঘোষিত সর্বশেষ প্রান্তিক আর্থিক হিসাব-নিকাশ।
সম্প্রতি নকিয়া ঘোষিত প্রান্তিক আয়ের হিসাবে দেখানো হয়েছে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ৪ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। নকিয়ার দাবি, তৃতীয় প্রান্তিকে তাঁদের লুমিয়া সিরিজের স্মার্টফোনগুলোর কদর বেড়েছে।
নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে ৫ কোটি ৫৮ লাখ ইউনিট মুঠোফোন বিক্রি করেছে তারা।

তৃতীয় প্রান্তিকে নকিয়ার বিক্রি করা মোট মুঠোফোনের মধ্যে ৮৮ লাখ ইউনিট লুমিয়া সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সাশ্রয়ী দামের উইন্ডোজ ফোন লুমিয়া ৫২০ মডেলটি।
তৃতীয় প্রান্তিকে নকিয়ার প্রতিটি ইউনিটের স্মার্টফোনের গড় দামের ক্ষেত্রে অবশ্য পতন ঘটেছে। ২১২ মার্কিন ডলার থেকে পণ্যের দাম নেমে এসেছে ১৯৬ মার্কিন ডলারে । স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার ফলে পণ্যের গড় দামে পরিবর্তন এসেছে বলে মনে করছেন মার্কিন বাজার বিশ্লেষকেরা।


এদিকে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাডডুপ্লেক্স জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাজারে যত উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বিক্রি হয়েছে তার ৯০ শতাংশই নকিয়ার তৈরি। বাজারে উইন্ডোজ ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন মডেলের তুলনায় নকিয়ার উইন্ডোজনির্ভর লুমিয়া সিরিজের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বর্তমানে নকিয়ার পাশাপাশি বাজারে উইন্ডোজনির্ভর প্ল্যাটফর্মে স্মার্টফোন তৈরি করছে এইচটিসি, স্যামসাং ও হুয়াউয়ে। ২০১৩ সালে এইচটিসি, স্যামসাং ও হুয়াউয়ে নিজস্ব ব্র্যান্ডের কয়েকটি উইন্ডোজ ফোন বাজারে আনলেও নকিয়া ৮ টি উইন্ডোজ ফোন বাজারে এনেছে।

প্রসঙ্গত, ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার মুঠোফোন বিভাগ কিনে নিতে রাজি হয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

২০১৪ সালের প্রথমার্ধে এ চুক্তি হবে। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নকিয়ার প্রায় ৩২ হাজার কর্মী মাইক্রোসফটে যোগ দেবেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.