আমাদের কথা খুঁজে নিন

   

এক মাসে ৬৫ হাজার ব্যবহূত ফোন বিক্রির বিজ্ঞাপন!

দেশে বেচা-কেনা বাড়ছে ব্যবহূত ফোনের। সম্প্রতি অনলাইনে পণ্য কেনা-বেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম দাবি করেছে, শুধু সেপ্টেম্বর মাসেই তাদের সাইটে সারা দেশ থেকে ৬৫ হাজার স্মার্টফোনের বিজ্ঞাপন দিয়েছেন বিক্রেতারা।
দেশে থ্রিজি চালুর ঘোষণার পর থেকে থ্রিজি সমর্থন করে এমন ফোন কেনা-বেচার হার বেড়েছে বলেও বিক্রয় ডটকমের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এক্ষেত্রে অনলাইন মার্কেটপ্লেসে বেশি করে খোঁজ করছেন ক্রেতারা। এক্ষেত্রে থ্রিজি প্রযুক্তি ব্যবহার উপযোগী স্মার্টফোনের বিজ্ঞাপনও বিক্রয় ডটকমে পোস্ট করছেন তাঁরা।


স্মার্টফোন বিক্রির হার চলতি বছরের জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বরে ২০ শতাংশ বেড়েছে। বিক্রয় ডটকমের তথ্য অনুযায়ী এর মধ্যে ১৩ হাজার ৯৭৫টি নকিয়া স্মার্টফোনের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এ ছাড়াও আইফোন, সিম্ফনি ও সামস্যাং মোবাইল ফোনেরও বিজ্ঞাপন রয়েছে।
প্রকাশিত বিজ্ঞাপন বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি দাবি করেছে, এ সাইটটিতে সাশ্রয়ী দামে স্মার্টফোন কেনা-বেচা করা হয়। সাইটটিতে  মাত্র ৪ হাজার টাকায়ও একটি স্মার্টফোন কিনতে পারছেন ক্রেতারা।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।