আমাদের কথা খুঁজে নিন

   

টপ টেন সিরিজ-১, মিসাইল এবং বিশ্বের প্রথম সাড়ির ১০ টি মিসাইল এর অধিকারী ১০ টি দেশ।


মডার্ন নিউক্লিয়ার ইন্টারমিডিয়েট ব্যালেস্টিক মিসাইলের কথা আমরা কমবেশি সকলেই জানি। বিশ্ব শক্তিগুলোর শক্তির মান বিচারে প্রথমেই আসবে এই মিসাইলের কথা। পৃথিবীর ইতিহাসে অর্ধ শতাব্দীর উপরে হয়ে গেছে এই মিসাইলের বয়স, সেই প্রথম যখন হিটলারের নাজি জার্মান প্রথম ডেভলাপ করে ভি-২ রকেট ১৯৪০ সালে। ১৯৪২ সালের অক্টোবরের তিন তারিখে প্রথম সেই ভি-২ রকেট নিক্ষেপণ করা হয় সফলভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী তিন হাজারেরও বেশি v-2s লাঞ্চ করে মিত্রবাহিনীর উপর।

আমেরিকার প্রথম ICBM(intercontinental ballistic missiles) ছিল SM-65 Atlas। আর বিশ্বের প্রথম ICBM ছিল R-7 Semyorka,যা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের। R-7 ডেভলাপ করা হয় ১৯৭৫ থেকে ১৯৫৭ সালের মধ্য। এবার মিসাইলের প্রকারভেদ নিয়ে কিছু ধারনা দেই। # Tactical ballistic missileঃ এই মিসাইল গুলার রেঞ্জ ১৫০ থেকে ৩০০ কিলোমিটার এর মধ্য।

# Theatre ballistic missile (TBM)ঃ এই গোত্রের মিসাইলগুলোর রেঞ্জ ৩০০ থেকে ৩,৫০০ কিলোমিটার এর মাঝে থাকে। Short-range ballistic missile (SRBM)গুলোর সর্বোচ্চ রেঞ্জ থাকে ১০০০ কিলোমিটার। আবার যেগুলোর রেঞ্জ ১০০০ কিমি থেকে বেশি তাদেরকে মিডিয়াম রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল বা MRBM বলে। # Intermediate-range ballistic missile (IRBM) or long-range ballistic missile (LRBM): এগুলোর রেঞ্জ থাকে ৩৫০০ থেকে ৫৫০০ কিলোমিটার এর মাঝে। # Intercontinental ballistic missile (ICBM)ঃ ৫৫০০ কিলোমিটারের উপর যে সব মিসাইলের রেঞ্জ একমাত্র সে গুলকেই ICBM বলা হয়।

#Submarine-launched ballistic missile (SLBM):যে মিসাইল গুলো শুধুমাত্র সাবমেরিন থেকে লাঞ্চ করা হয়। এই মিসাইল এবং সাবমেরিন(ballistic missile submarines বা SSBNs) গুলোক নিয়ে আলাদা একটা পোস্ট দিব। চলুন, এবার দেখে আসি বিশ্বের প্রধান চারটি দেশের কাছে কি কি মিসাইল আছে। *** রাশিয়া। R-36 SS-9 Scarp R-36M2 Voevoda / SS-18 Satan UR-100N 15A30 / SS-19 Stiletto RT-2PM Topol / 15Zh58 / SS-25 Sickle RT-2UTTKh Topol M / SS-27 / RS12M1 / RS12M2 / RT2PM2 RS-24: MIRV-equipped. R-29R SS-N-18 Stingray R-29RK SS-N-18 Stingray Mod 2 R-29RL MIRV-equipped/SS-N-18 Stingray Mod 3 R-29RM MIRV-equipped/SS-N-23 Skiff R-29RMU Sineva MIRV-equipped/SS-N-23 Sineva mode 2 R-29RMU2 MIRV-equipped/SS-N-23 Liner RSM-56 Bulava MIRV-equipped/SS-NX-30 এই মিসাইল গুলো বর্তমানে নিস্ক্রিয় অবস্থায় আছে।

R-7 Semyorka / 8K71 / SS-6 Sapwood R-16 SS-7 Saddler R-9 Desna / SS-8 Sasin UR-100 8K84 / SS-11 Sego RT-2 8K98 / SS-13 Savage MR-UR-100 Sotka / 15A15/ SS-17 Spanker RT-23 Molodets / SS-24 Scalpel R-29 SS-N-8 Sawfly R-39 Rif SS-N-20 Sturgeon ** আমেরিকা। Minuteman III (LGM-30G)। এই একটি মাত্র সক্রিয় অবস্থায় আছে। ২০০৯ সালে এটি প্রথম পরীক্ষা মূলক লাঞ্চ করা হয়। বর্তমানে আমেরিকার কাছে ৪৫০ টি Minuteman III আছে।

নিষ্ক্রিয় অবস্থায় আছে যে মিসাইলগুলি- Atlas (SM-65, CGM-16) Titan I (SM-68, HGM-25A) Titan II (SM-68B, LGM-25C) Minuteman I (SM-80, LGM-30A/B, HSM-80) Minuteman II (LGM-30F) LGM-118 Peacekeeper / MX (LGM-118A): Midgetman ** গণপ্রজাতন্ত্রী চায়না। DF-4 (CSS-3):1975, silo-based, 5,500-7,000 km DF-5 and 5A (CSS-4):silo based, (1981) 13,000- (1983) 15,000 km DF-31 (CSS-9):2006, road mobile, 7,250-8,000 km range. DF-31A:2007, road-mobile, 11,270 km, MIRV - 3 DF-41 (CSS-X-10):2010, road-mobile, 10,000-12,000 km * ভারত। Agni-V (ICBM):রেঞ্জ 5,500-5,800 কিমি. Agni-VI: (8,000-10,000 km) Surya: (10,000-16,000 km) বিশ্বের প্রথম সাড়ির দশটি মিসাইল এবং এর অধিকারী দেশ। ১০# দেশঃ আমেরিকা। নামঃ PGM-17, Thor- 1960, রেঞ্জঃ 3700km ৯# দেশঃ ইরান।

নামঃ Shahab5. রেঞ্জঃ 4000km. ৮# দেশঃ ভারত। নামঃ Agni 4 রেঞ্জঃ 4000km. ৭# দেশঃ গণপ্রজাতন্ত্রী চায়না নামঃ DF-3A রেঞ্জঃ 4000km. ৬# দেশঃ ভারত। নামঃ Agni3 (2001). রেঞ্জঃ 5000km. ৫# দেশঃ আমেরিকা। নামঃ MGM-31,pershing2- USA- 1960. রেঞ্জঃ 5000km. ৪# দেশঃ আমেরিকা। নামঃ UGM-73, poseidon C3- USA-1979. রেঞ্জঃ 5000km. ৩# দেশঃ রাশিয়া।

নামঃ RSD 10 Pioneer- Russia-1976 রেঞ্জঃ 5500km ২# দেশঃ রাশিয়া। নামঃ RT-2PM Topol - 1988 রেঞ্জঃ 10,500km. ১# দেশঃ রাশিয়া। নামঃ RT-2UTTKh Topol-M - Russia- 2001 রেঞ্জঃ 11,500km. সবাইকে অনেক শুভকামনা রইল। পোস্টে ভুল-ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মন্তব্যে জানাবেন। ধন্যবাদ।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।