আমাদের কথা খুঁজে নিন

   

ডিএডি তৌহিদসহ ১৫১ জনের ফাঁসি

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হত্যা মামলায় ডিএডি তৌহিদসহ ১৫১ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৫৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৭১ জনকে খালাস দেয়া হয়েছে। পিন্টু ও তোরাব আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত পাঁচ শতাধিক আসামির রায় পড়েছেন বিচারক, যাদের মধ্যে দুই শতাধিক আসামিকে তিন থেকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান বেলা ১২টা ৩৩ মিনিটে ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত জজ আদালতের অস্থায়ী এজলাসে বহু আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।