আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক অবরোধ ও ককটেল বিষ্ফোরন

১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের ২য়  দিনের শুরুতেই মেহেরপুরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে,ইট ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে হরতাল সমর্থনকারীরা। এছাড়া বেশ কয়েকটি কেকটেলের বিষ্ফোরন ঘটনায় পিকেটাররা।

মেহেরপুর সদর উপজেলার রাজনগরে উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রহিম ও জামায়াত আব্দুল জব্বারের নেতৃত্বে এবং দিনদত্ব ব্রিজের কাছে জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির সিরাজুল ইসলামেরর নেতৃত্বে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতা কর্মী ব্যানার সহকারে হাতে লাঠি শোটা নিয়ে সড়কে অবস্থান করে।   এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়েমহরতালের সমর্থনে বিভিন্ন শে্লাগানে বিক্ষোভ মিছিল করে। তখন পিকেটাররা ১০/১২ ককটেলের বিষ্ফোরন ঘটায় ।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া মহিলা জামায়াতের একটি দল পৃথক বিক্ষোভ মিছিল করে ।

মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাটা মোড়ে জামায়াত নেতা তারিক মো: সাইফুল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যাক নেতাকর্মী সড়কে ইট ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে সগক অবরোধ করে রাখে। তখন পিকেটারররা ৮/১০ টা ককটেলের বিষ্ফোরন ঘটায়।

মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দরে জেলা  শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা ডলারের নেতৃত্বে বিপুল সংখ্যাক নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।