আমাদের কথা খুঁজে নিন

   

এই রায় নিয়ে বিএনপি-জামাত প্রোপাগান্ডা মেশিনের নতুন ত্যানা প্যাঁচানো শুরু



অবশেষে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য অপকর্ম বিডিআর হত্যাকান্ডের বিচার সম্পন্ন হলো । যদিও বাংলাদেশ সশস্র বাহিনীর উপর এরচেয়েও অনেক বড় আঘাত হয়েছে ৭৫-পরবর্তী সময়ে; এক জিয়াই তো সরকারী নথি অনুযায়ীই তিন বাহিনীর মোট ১,১৪৩ জন অফিসার-সৈনিক ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন, আর উনার সময়ে 'নিখোঁজ' অফিসার-সৈনিকের সংখ্য ৭,৫০০ এর কাছাকাছি; কিন্তু এ নিয়ে বিচার তো দুরের কথা কেউ কথাই বলে না ! বাংলাদেশের ইতিহাসে যে কয়টি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং জাতীর গতিপথ তছনছ করে ফেলা জঘন্য ঘটনার বিচার সম্পন্ন হয়েছে তার প্রতিটিই আওয়ামী লীগের আমলে সম্পন্ন করা - বংগবন্ধুর হত্যাকান্ড, জেলহত্যা, কর্ণেল তাহের হত্যা, যুদ্ধাপরাধ কয়েকটি উধাহরন । যদিও ম্যাডাম খালেদা জিয়া ২ বার পূর্ণমেয়াদে প্রধানমন্ত্রী থাকা সত্বেও অন্য কোন বিচার তো দুরের কথা এমনকি নিজের স্বামী হত্যারও বিচার করেন নি ! প্রথমবার ক্ষমতায় আসার পর জিয়া হত্যা মামলা শুরু করলেও এই হত্যাকান্ডে যখন ধীরে ধীরে বিএনপি'র সিনিয়ার কয়েকজন নেতার নাম আসা শুরু করে, তখন কি এক অদৃশ্য ইসারায় মামলাটি আবার হিমাগারে চলে যায় ! কারণ ম্যাডাম তো আবার পিছনের সব কথা ভুলে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকার আদর্শে বিশ্বাস করেন - তা সে নিজের স্বামীর হত্যাকারীই হোক আর জঘন্য যুদ্ধাপরাধীরাই হোক ! এই জঘন্য বিডিআর হত্যাকান্ড নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর মিথ্যাচার করা হয়েছে (যদিও কেউ বলে না যে রৌমারী সিমান্তযুদ্ধের প্রতিটি সৈনিক এমনকি অপারেশেন কমান্ডার' কেও খালেদা জিয়া'র দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই চাকরী থেকে সাসপেন্ড অথবা পানিশমেন্ট পোস্টিং কিংবা ডিমোশন করা হয়েছিল); বারবার বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার এই হত্যাকান্ডের কোনও বিচার করবে না ইত্যাদি ইত্যাদি । কিন্তু আজ সকল প্রোপাগান্ডার উচিৎ জবাব হিসেবে আজকে বিচারের রায় ঘোষনা হল ! যদিও জানি এখন আবার নতুন ত্যানা প্যাঁচানো শুরু হবে - বিচার কেন এইরকম হলো না, কেন অমুক কে জড়াল, কেন তমুক কে আনল না, কেন এই করল না - সেই করল না, কেন স্বচ্ছ-আন্তর্জাতিক মানের-নিরপেক্ষ হলো না (যদিও যারা বলে তারা নিজেরাই জানে না 'স্বচ্ছ-আন্তর্জাতিক মানের-নিরপেক্ষ' মানে টা কী), হেন-তেন না না নতুন প্যাঁচাল এবং বাহানা, যা শুনে বাঘ এবং মেষ শাবকের সেই ঈশপের গল্পটাই মনে পড়ে যায়, যার শেষ উপদেশ ছিল - "দূর্জনের ছলের অভাব হয় না" । যাই হোক এই রায় নিয়ে এখন বিএনপি-জামাত প্রোপাগান্ডা মেশিনের নতুন ত্যানা প্যাঁচানো দেখার অপেক্ষায় থাকলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।