আমাদের কথা খুঁজে নিন

   

নির্বুদ্ধিতাভুলঅন্যায়



প্রথম ভুলটা করেছিলাম এমন একটি বয়সে যখন সেটা করার বয়স হয়নি। কি বলবো সেটাকে? নির্বুদ্ধিতা নাকি দূর্ঘটনা? যাই বলিনা কেন আমি ভুল বলতে নারাজ সেটাকে। দূর্ঘটনা, হ্যা এটিই ঠিক আছে। নির্বুদ্ধিতার জন্যে মাফ পাওয়া যায়। পেয়েছিলাম ও তাই।

নিজের বোকামীর দন্ড হিসেবে কিছু নিজেই ঠিক করেছিলাম এবং পরে ঠিক ঠাক তা পূরনও করেছি। দ্বিতীয়বার, হ্যাঁ সেটাকে ভুল বলা যায়। জেনে করুক আর না জেনেই করুক ভুল করলে কম হোক বেশী হোক মাশুল দিতেই হয়। আমিও দিয়েছিলাম। ভুল করার সময় কারো হুঁশ থাকেনা সে ভুল করছে।

সেরকমই ছিলো ব্যাপারটি। ভুল করেছি এবং চরমভাবে তার মাশুল দিয়েছি। কারো কাছে হয়ত মনে হবে দ্বিতীয়বার কেন ভুল করেছিলে। আমি বলবো সেই উত্তর আমার জানা নেই। কিংবা আমার যুক্তির সাথে অন্যেরটা মিলবেনা।

তবে যে চরম মূল্য দিয়েছি সেটা যথেষ্ট। বরং বলা যায় মানসিক কষ্টটা ভুলের তুলনায় বেশী-ই। তৃতীয়বার, হ্যা এটা নিয়ে বলার আছে । একই কাজ প্রথমবার বার যেটা নির্বুদ্ধিতার জন্যে দূর্ঘটনা এবং দ্বিতীয়বার না জানার জন্যে ভুল বলে চালানো গিয়েছিলো তৃতীয়বার সেটা অন্যায় এর পর্যায়ে চলে যায়। শুধু অন্যায় বললে খুব ভুল হবে।

ঘোরতর অন্যায়। আর অন্যায়ের শাস্তি তো পেতেই হবে। পাওয়া উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।