আমাদের কথা খুঁজে নিন

   

ছোট পোস্ট : ব্লগে যদি কোনও সুরকার থাকেন তাহলে তার দৃষ্টি আকর্ষণ করছি (এবং আমার ব্লগে ফিরে আসা !) !!!

রোদ্দুর অনুভব… হেঁটে হেঁটে ছুঁয়ে যাবে তোমার কলরব… পলকতলে জমা মেঘদল… খাঁচা ভেঙ্গে একদিন ঠিক এনে দিবো নোনাজল…

আমার ছোট্ট পিচ্চি কিউট ভাগ্নের জন্য একটা ঘুমপাড়ানি গান লিখেছি । যদি কেউ অনুগ্রহ করে গানটা সুর করে দিতেন তাহলে কৃতজ্ঞ থাকবো । লিরিকস- চাঁদের আলো মুখটা জুড়ে নিভিয়ে সব আঁধার সোনার হাসি ঠোঁটের কোনে ঘুমুবে আমার রাজকুমার । আয় ঘুম আয় আয় ঘুম আয় । তারা নামে ছোট্ট কোলে ঘুমপরী সঙ্গী তার হাতের মুঠোয় জোনাকি জ্বেলে চাঁদের কণা ঘুমুবে এবার ।

আয় ঘুম আয় আয় ঘুম আয় । চোখের মনিতে তোকে ছুঁই তোর তরে আদর হাজার সাত রাজার ধন রে তুই মা’র কোলে ঘুমা এবার । আয় ঘুম আয় আয় ঘুম আয় । ( সুরের প্রয়োজনে গানের কথা পরিবর্তন করা যাবে ) কিছু কথা ঃ পূজা শুরু হতেই বাড়ি চলে গেছিলাম । মা এর আদরেই ছিলাম এতদিন ।

কিন্তু বাস্তবতা নামক নির্দয় এক অনুভূতির চাপে পড়ে আবার ফিরতে হলো এই ঢাকায় । যদিও আমার বন্ধুবান্ধবরা বিশ্বাসই করছে না যে আমি এসেছি! সত্যি কথা বলতে কি, এইসব পড়াশুনা টাইপ বিদঘুটে জিনিস না থাকলে আমার এতদূর আসতে বয়েই গেছে ! কি সুন্দর যে ছিলো আমার চিলেকোঠার দিন! ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে । যাই হোক, বাসায় নেট না থাকায় কিছুদিন ব্লগে আসা হয়নি । অনেক কিছু যে মিস করেছি তা বেশ বুঝতে পারছি । তবে আবার আমার ব্লগ পরিভ্রমণ শুরু হয়েছে , আশা করছি সবাই আমাকে মনে রেখেছে ।

এও আশা করছি যে, অল্প দিনেই আপন হয়ে ওঠা সহ ব্লগারগণ সবাই ভালো ছিলো এবং ভালো আছে ! সবাইকে শুভেচ্ছা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।