আমাদের কথা খুঁজে নিন

   

দৃক গ্যালারিতে সপ্তাহব্যাপী প্রজাপতি প্রদর্শনী

ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী প্রজাপতি প্রদর্শনী। ৮ নভেম্বর শুরু হয়ে প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। 'ছবি দেখে শেখা: বাটারফ্লাইজ অব বাংলাদেশ, ইনভেন্টরি সেকেন্ড ফেইজ' শীর্ষক এ প্রদর্শনীটির আয়োজন করেছে বাটারফ্লাই ইনভেন্টরি টিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইইউসিএন বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এইচএসবিসি বাংলাদেশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার স্টিফেন জন বল।

বাংলাদেশের ৬৪ প্রজাতির প্রজাপতির ৮২টি ছবি প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। এছাড়াও মোড়ক উন্মোচন করা হবে 'বাটারফ্লাইজ অব বাংলাদেশ: ইনভেন্টরি সেকেন্ড ফেইজ' নামক প্রজাপতি বিষয়ক একটি বইয়ের।

প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।