আমাদের কথা খুঁজে নিন

   

ফের ‘বাড়ছে’ অধিবেশনের মেয়াদ

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো বেশ কিছু বিল পাসের অপেক্ষায় আছে। সেজন্য অধিবেশনের মেয়াদ বাড়তে পারে। ”
তবে কতদিন অধিবেশন চলবে, সে বিষয়ে স্পিকার নিশ্চিত করে কিছু বলেননি।
গত ১২ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। প্রথমে ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হলেও গত ২৩ অক্টোবর কার্যউপদেষ্টা কমিটি ৭ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়।


সে সময় অধিবেশনের মেয়াদ বাড়ানো বা কমানোর দায়িত্ব স্পিকারের ওপর দেয় কার্যউপদেষ্টা কমিটি।
ওইদিন বিরোধী দল সংসদে যোগ দিলেও পরে ওয়াক আউট করে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে এই নির্বাচন হবে।
আওয়ামী লীকে ক্ষমতায় রেখে নির্বাচনের বিরোধী বিএনপি ২৫ অক্টোবর থেকে সরকার পতন আন্দোলনের হুমকি দিলে মহাজোটের জ্যেষ্ঠ কয়েকজন সংসদ সদস্য ২৪ অক্টোবরের পরও অধিবেশন চালানোর দাবি তোলেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২৪ অক্টোবরের পরও সংসদের অধিবেশন চলবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।