আমাদের কথা খুঁজে নিন

   

হতে পারে সোহরাওয়ার্দী উদ্যান, কিংবা মানিক মিয়া এভেনিউ।



হেফাজতে ইসলাম আবার শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে। বিগত পাঁচ বছরের দলগুলোর সমাবেশের স্হানগুলো বিশ্লেষন করলে দেখা যাবে হাতে গোনা দু একটা সমাবেশ হয়েছে সেখানে, অন্তত আমার মনে পড়ে না। ব্যাতিক্রম হলো সরকারের শেষ দিকে এসে ইসলামি ছাত্র শিবির, শোলাকিয়ার ইমাম মাওলানা মাসুদ সাহেবদের একটা সমাবেশ আর ছিল হেফাজতে ইসলামের সেই মহাসমাবেশ। আমার ধারনা, পৃথিবীর কোন সভ্য দেশের রাজধানীতে অর্থনৈতিক, বানিজ্যিক প্রাণকেন্দ্রের কোন এলাকায় রাজনৈতিক সভা সমাবেশ করার অনুমতি দেয়ার প্রশ্নই আসে না। অথচ বাংলাদেশে দেয়া হচ্ছে।

তারপরের ফলাফল সকলেরই জানা। সুতরাং আমার এ উপসংহারে পৌছানো অবান্তর হবে না যে, যারা হাজারো সমাবেশের জায়গা থাকতেও মতিঝিলকে বেছে নেয়, আর যারা সেটাকে অনুমতি দেয় উভয়েরই এখানে একটা কু মতলব থাকে। বলা বাহুল্য এদের কু মতলবের অবশ্যম্ভবী মর্মান্তিক ফল ভোগ করে দেশের জনগন। দেশের সকলেরই রাজনৈতিক, সভা সমাবেশ করার অধিকার রয়েছে। সরকার ও হেফাজতে ইসলামকে বলবো, সমাবেশ করুন, করতে দিন তবে মতিঝিলে নয়, অন্য কোথাও।

হতে পারে সোহরাওয়ার্দী উদ্যান, কিংবা মানিক মিয়া এভেনিউ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।