আমাদের কথা খুঁজে নিন

   

bohudur.com (বহুদূর) -প্রথম বাংলাদেশি ব্রাউজার হোমপেজ

হোমপেজ !!! শব্দটির সাথে প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারী পরিচিত। যার বাংলা অর্থ দাঁড়ায় ঘরপাতা। ঘর বলতে এইখানে মূল বা প্রধান বোঝানো হয়েছে। একটি ওয়েবসাইটে হোম বা হোমপেজ মানে প্রথম বা প্রধান পেজ। তেমনি একটি ব্রাউজারে হোমপেজ মানে ব্রাউজারের প্রথম পেজটা।

ব্রাউজার চালু করলে প্রথম যে পেজটি দেখাবে তাকে ব্রাউজারের হোমপেজ বলে। প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীর ব্রাউজারে সবচেয়ে উপকারী সাইটটি হোমপেজ সেট করা থাকে।
কেন বহুদূর.কমকে হোমপেজ করবেন?
bohudur.com (বহুদূর) থেকে গুগল সার্চের পাশাপাশি এক ক্লিকে চলে যাবেন ফেসবুক, জিমেইল, টেকটিউন্স, ইউটিউব, বিডিজবস, ডিএসই, ক্রিক ইনফো, বাংলানিউজ সহ বাংলাদেশে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সাইটগুলোতে সরাসরি। ফলে আপনাকে এসব বহুল ব্যবহৃত সাইটের লিঙ্ক টাইপ করতে হবে না। এছাড়া শিক্ষা, বিনোদন, তথ্য, বাণিজ্য, প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাবেন বহুদূরে।


কিভাবে হোমপেজ করবেন? এই টিউটোরিয়ালটি দেখুনঃ প্রয়োজনীয় ওয়েবসাইট হোমপেজ হিসেবে সেট করুন মাত্র কয়েক ধাপেই
 
অন্য একটিও করতে পারেন ভাবছেন??
তাহলে অন্যটির সাথে বহুদূরের পার্থক্য গুলো দেখে নিন। :
১। অন্য যেটি করবেন ভাবছেন সেটি আপনাকে একটি সার্ভিস দিবে কিন্তু বহুদূর একসাথে অনেকগুলো সার্ভিস দিবে। যেমনঃ ফেসবুক, ইয়াহু বা গুগল।
২।

অন্য যে সাইটটি করবেন সেটিতে ছবি ও স্ক্রীপ্টের আধিক্যের কারণে মন্থর গতিতে ব্রাউজ হবে এমনকি আপনার ব্রাউজারটি হ্যাং ও হয়ে যেতে পারে, কিন্তু বহুদূর.কম-এ অপ্রয়োজনীয় ছবি বা স্ক্রীপ্ট ব্যবহার করা হয় নাই যার ফলে হ্যাং তো দূরের কথা গতি এক বিন্দুও কমবে না।
৩। অন্যান্য সাইটে ওয়েবপোর্টাল পাওয়ার প্রশ্নই আসে না, কিন্তু বহুদূর.কম-এ আছে স্বয়ংসম্পূর্ণ একটি ওয়েবপোর্টাল।
৪। নির্দিষ্ট কোন সাইট হোমপেজ করলে অন্যান্য বিষয় বা সাইট সম্পর্কে তথ্য পাওয়ার কোন সম্ভাবনা নেই, কিন্তু বহুদূর.কম আপনাকে সব বিষয়ে তথ্যসহ সার্ভিস দিবে।


৫। অন্য সাইটে দৃষ্টিকটু ডিজাইন ও নিরপত্তাসহ অন্যান্য সমস্যা থাকতে পারে, কিন্তু বহুদূর.কম দিবে সর্বোচ্চ নিরপত্তা ও চমৎকার ডিজাইনসহ আরামদায়ক সেবা।
আদর্শ হোমপেজের যেসব বৈশিষ্ট্য অপরিহার্য তার সবগুলোই বহুদূর.কম-এ বিদ্যমান। বহুদূর.কম-এ অন্যান্য সেবার সাথে তথ্য ভাণ্ডার পাচ্ছেন একদম ফ্রী।
বহুদূর.কম থেকে কি কি তথ্য পাবেন, দেখে নিনঃ
Education থেকে পরীক্ষার রেজাল্ট, নোটিস, রুটিন, বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তি, ই-বুক ইত্যাদি,
Entertainment থেকে ফ্যাশন, গান, খেলাধুলা, নাটক, উপন্যাস, মজাদার রেসিপি ও অনলাইন শপিং ইত্যাদি।


Information থেকে ডাক্তার, রক্ত, ভ্রমন, চাকুরী, অনলাইন নিউজ পোর্টাল, লাইভ টিভি ও লাইভ রেডিও, ফায়ার সার্ভিস, পুলিশ, হাসপাতাল, কৃষি, সরকারী তথ্য, রেস্টুরেন্ট, যানবাহন, অনলাইন মার্কেট সহ আরো অনেক তথ্য।
Business থেকে স্টক মার্কেট, এয়ারলাইন্‌স, বিজনেস ব্লগ ও বিজনেস টিপস্‌।
Technology থেকে সফটওয়ার ডাউনলোড, অ্যান্টিভাইরাস, অনলাইনে আয়, বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল, অ্যান্ড্রয়িড অ্যাপস্‌ ইত্যাদি পাওয়া যাবে।

তাই ব্রাউজিংকে আরো সহজ করতে  bohudur কে হোমপেজ করে দেখতে পারেন।
কিভাবে হোমপেজ করবেন? এই টিউটোরিয়ালটি দেখুনঃ প্রয়োজনীয় ওয়েবসাইট হোমপেজ হিসেবে সেট করুন মাত্র কয়েক ধাপেই
  ফেসবুকে আমরা


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।