আমাদের কথা খুঁজে নিন

   

বিল গেটস [মাইক্রোসফট]

কম্পিউটিং জগতে সবচেয়ে বড় সাফল্য এসেছে বিল গেটসের হাত ধরে। তার মাইক্রো সফট পাল্টে দেয় সব প্রচলিত প্রযুক্তিগত উৎকর্ষ। কম্পিউটার সাধারণের ব্যবহার উপযোগী করার পাশাপাশি বাণিজ্যিকভাবে সাফল্য পায় মাইক্রো সফটের কল্যাণে। ১৯৮৩ সালে তরুণ বিল গেটস মাইক্রো সফট পুরো কম্পিউটার জগৎকেই নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে। মাইক্রো সফটের বর্তমান বাজার মূল্য ২৭৩.৫ বিলিয়ন ডলারের চেয়েও বেশি এবং বিশ্বব্যাপী তার প্রতিষ্ঠানে কাজ করছেন ৯০ হাজারেও বেশি কর্মী। বিল গেটস তরুণ উদ্যোক্তাদের কাছে একজন সফল ব্যক্তিত্বই নন, শীর্ষ ধনীদের কাছেও একজন সফল প্রতিষ্ঠান গড়ার কারিগর তিনি। আইকন হিসেবেও তাকে মানেন প্রযুক্তিবিদরা। মাইক্রো সফট ছাড়া আজকে কম্পিউটিং এর কথা কেউ ভাবতেই পারে না। এর শতভাগ বিকল্প হয়ে উঠতে পারে এমন প্রযুক্তির দিকে তাকালে এখনো মাইক্রো সফটই সেরা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।