আমাদের কথা খুঁজে নিন

   

★ক্রিটিক'স কাট★ ভালো মুভি, মন্দ মুভি চেনার সহজ উপায়

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com অনেকের কাছে বক্স অফিস সাফল্য মুভি সাফল্যের মাপকাঠি। ব্যবসার দিক থেকে এটা ঠিক আছে, কিন্তু শিল্পের দিক থেকে বক্স অফিস অবিবেচ্য। আবার এটা ঠিক না যে, বক্স অফিস ফলাফল সবসময় আমজনতার ভালো লাগা – মন্দ লাগার প্রতিবিম্ব। অনেক সময় এমন হয়, একটি মুভি প্রচুর মানুষ দেখেছেন, দেখছেন- কিন্তু মুভিটি সবার ভালো নাও লাগতে পারে। একটি মুভি ভালো হয়নি জেনেও অসংখ্য মানুষ স্রেফ কোন আগ্রহের বশে মুভিটি দেখতে যেতে পারে।

যেমন কোন অভিনেত্রী বিবসনা হলে, প্রচুর স্পেশাল ইফেক্টস থাকলে, মুভির গান খুব জনপ্রিয় হলে, ইত্যাদি। আবার মানব চরিত্র এতোই বিচিত্র যে, মুভি ভালো হয়েছে জেনেও সে দেখা থেকে বিরত থাকতে পারে। যেমন অনেক হাই আর্টিস্টিক ভ্যালুর মুভি, নতুন পরিচালক বা অভিনয় শিল্পীর মুভি, স্বল্প বাজেটের মুভি অনেক বেশি অদেখা থেকে যেতে পারে। তাই বলছি বক্স অফিস অঙ্ক বা টিকেট বিক্রির সংখ্যা সবসময় সত্য বলে না। এক্ষেত্রে মুভির ভালো-মন্দের সত্যতা জানতে নির্ভর করতে হয় সমালোচকদের ওপর।

কিন্তু সমালোচকরা কি সবসময় সঠিক বলেন? এটা অনেক বার হয়েছে, এক প্রজন্মের সমালোচকদের কাছে বিরূপ সমালোচনার শিকার কোন শিল্প পরবর্তী প্রজন্মের কাছে প্রশংসা ধন্য হয়। তবে এটাও ঠিক যে, এক যুগে প্রশংসিত শিল্প অন্য যুগে নিন্দার বিষয় হওয়ার ঘটনা খুব কম। কালের বিবেচনায় কি হবে সেটা আপাতত বিবেচ্য না। শিল্পের সত্যিকারের ভালো-মন্দ বুঝতে হলে সমালোচক বা শিল্প বোদ্ধাদেরই দ্বারপ্রান্তে যেতে হয়। পাবলিক ওপিনিয়ন সবসময় শিল্প মূল্যায়ন করে না।

সব প্রাইভেট ওপিনিয়ন সঠিক দিগনির্দেশ দেয় না। অন্যদিকে সব সমালোচক একই কথা বলেন না। তাই অনেক সমালোচকের মধ্যে আসল সমালোচক বেছে নিতে হয়। কার ওপর আস্থা রাখবেন সেটা দর্শককেই বিচারবুদ্ধি দিয়ে ঠিক করে নিতে হবে। একটা আইডিয়া অবশ্য আমি দিতে পারি।

এমন পাঁচটি মুভি সিলেক্ট করুন, যে মুভিগুলো আপনি মনে-প্রাণে কঠোরভাবে বিশ্বাস করেন যে অসম্ভব ভালো মুভি; অথচ দেখলেন অন্যরা এটা মানছেন না। আপনি এখন খুঁজে বের করুন সেই সমালোচককে, যিনি আপনার মতোই বিশ্বাস করেন মুভি পাঁচটি সত্যিই ভালো। প্রতিটি মুভিই সমান পছন্দের না হলেও, সর্বোচ্চ সংখ্যার মিল (৪টি. ৩টি) যার সঙ্গে পাবেন তাকেই আপনার সমালোচক মানুন। আপনি পেয়ে গেলেন সমমনা একজন মুভিপ্রেমী, যিনি আবার চলচ্চিত্র সমঝদার। এ ক্ষেত্রে দুটি শর্ত প্রযোজ্য, প্রথমটি হলো মুভি পাঁচটি নির্বাচনে আপনার বিবেচনা মোহমুক্ত ও স্বচ্ছ হতে হবে।

দুই. যাকে সমালোচক হিসেবে গ্রহণ করছেন তার মূল্যায়ন আপনাকে মানতে হবে। 'বিচার মানি কিন্তু তাল গাছ আমার' বললে চলবে না। কোন ক্ষেত্রে আপনি একেবারেই একমত হতে না পারলেও সমালোচকের মতামতকে নিদেনপক্ষে শ্রদ্ধার চোখে দেখতে হবে। কারণ তাঁর সঙ্গে আপনার একটা মৌলিক পার্থক্য অবশ্যই আছে। এটা অনস্বীকার্য।

ভালো মুভি, মন্দ মুভি চেনার এর চেয়ে সহজ কোন উপায়, কোন শর্টকাট নেই। যতো দিন পর্যন্ত না আপনি নিজে পথ চিনতে পারছেন, একজন চলচ্চিত্র-সারথি আপনাকে পথ চিনিয়ে দিচ্ছে- এর চেয়ে সহজ, নিরাপদ ও আনন্দের আর কিছুই হতে পারে না। এই লং ওয়ে হয়তো একদিন আপনাকে শর্ট ওয়ে দেখিয়ে দিবে। _______ ★ক্রিটিক'স কাট★ সেরা মুভি কিভাবে নির্বাচিত হয়?  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।