আমাদের কথা খুঁজে নিন

   

ছড়াঃ ও যাদুকর!!

আজো ডানা ভাঙ্গা একটি শালিক হৃদয়ের দাবি রাখে..।

ও যাদুকর!! ও যাদুকর, তোমার পিছে হাঁটতে নাকি মানা! তুমি বুঝি দেখিয়ে যাদু দাও করে দাও কানা! তোমার যাদুর কাঠির পরশখানি ছোঁয়াও আমার বুকে, যাক মুছে যাক হিংসা-ঘৃণা ক্রোধ-ভীরুতা, যুদ্ধ-বীণা যাক না চুকে-বুকে। এই বুকেতে থাকবে শুধু ভালোবাসা সাদা-কালো কিংবা রঙিন স্বপ্ন-আশা, স্বপ্ন রঙে রাঙব শিশুর ছোট্ট চোখের তারা। সেই শিশুরাই দেখবে জগৎ, ভালোবাসার রচবে স্তবক, বিশ্ববাসী তাদের তরে হবে পাগল পারা। ও যাদুকর, তুমিতো ভাই সুখ প্রভাকর! একটু প্রভা আমার বুকে দাও। জীবন যেথায় থমকে রবে, দুঃস্বপ্ন গ্রাস করবে সেথায় যে ভাই আলো হাতে বাইবো আমার নাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।