আমাদের কথা খুঁজে নিন

   

এসব দেখি কানার হাট বাজার মূল: লালন শাহ

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। এসব দেখি কানার হাট বাজার মূল: লালন শাহ এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার। পণ্ডিত কানা অহংকারে সাধু কানা অন বিচারে মাতব্বর কানা চোগল খোরে আন্দাজী এক খুঁট গেড়ে চেনে না সীমানা কার। এক কানা কয় আর এক কানারে চল দেখি যায় ভবপারে নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারে বার। এক কানায় উলামিলা বোবাতে খায় রসগোল্লা লালন তেমনি মদনা কানা ঘুমের ঘোরে দেয় বাহার। এই গান যতবার শুনি ততবার ভাবি প্রায় ২০০ বছর আগে লেখা কিভাবে এই বর্তমান সময়ের সাথে অক্ষরে-অক্ষরে মিলে যায়?! তাহলে কি আমি বলতে পারি মানুষ বদলায়, সময় বদলায়, সমাজ বদলায় কিন্তু মানুষের স্বভাব কিংবা চরিত্র বদলায় না ?!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।