আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা ও প্রশ্ন

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কবিতা তোমার জন্মদাতা কে? -কষ্ট কবিতা তোমার জন্মদাত্রী কে? -কষ্ট কবিতা তোমার সঙ্গী কে? -কষ্ট কবিতা তোমার বিনোদন কী? -রোমাঞ্চ কবিতা তোমার প্রেমিক কে? -কবি কবিতা তোমার ঘর কোথায়? -ব্যর্থ ও সফল প্রেম, প্রকৃতি আর মানুষের জীবনাচরণে কবিতা তোমার সার্থকতা কোথায়? -মানুষ (কবি ব্যতিত) পড়ে কিছু না বুঝলে কবিতা কোন লিঙ্গের? -বিপরীত লিঙ্গের কবিতা তুমি কতদিন বেচে থাকবে? -যতদিন কষ্ট বেচে থাকবে কবিতা তুমি কি চাও? -ভালবাসা কবিতা তোমার সরলতা কী? -গান কবিতা তোমার মন খারাপ হয় কখোন? -আমি যখন বিক্রি হই কবিতা তুমি কাকে ভালবাস? -কষ্টকে কবিতা তোমার হতাশা কিসে? -সুখে কবিতা তুমি মরে গেলে কী হবে? -কবিদের কষ্ট বেড়ে যাবে __রাসেল হোসেন(১৫/১০/১৩)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.