আমাদের কথা খুঁজে নিন

   

" দেখেছি তার কালো হরিণ চোখ ৬"

আমার নিজের সম্পর্কে আমার ধারণা নেই :)

আফতাব তার হলের রুমে বসে আছে। বইয়ের পাতায় মনোযোগ বসানোর তীব্র ইচ্ছা করছে ওর, কিন্তু পারছে না। ২ মিনিট পর পরই দুটি চোখ তার মনের ভিতরের সবকিছু উলটপালট করে দিচ্ছে। তনুকে পড়ানো বাদ দিয়েছে ও তিন মাস হলো। তনুর এস.এস.সি পরীক্ষাও শেষ হয়ে গেছে।

কিন্তু তনুর জবাব সে পায়নি। চোখ ফেটে পানি বেরোতে চায়। নিজেকে সামলায় আফতাব। সামনে তার সেমিস্টার ফাইনাল। ভালো মতো না পড়লে ও হয়তো পাশ করবে না।

তাহলে ওর মা অনেক কষ্ট পাবেন। আফতাবের বাবা নেই, মা ই অনেক কষ্টে ওদের তিন ভাইবোনকে মানুষ করেছেন । আফতাবকে নিয়ে অনেক স্বপ্ন মায়ের। একমাত্র ছেলে সে, তাই আশাও বেশি। দরজায় কড়া নাড়লো কে জানি।

আফতাব দরজা খুলল। বড় ভাইরা এসেছে, দ্বীনের দাওয়াত দিতে। আফতাব কি ভেবে জানি বলে দিল এবার সে যাবে তাদের সাথে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তনুকে পেলে ও পুরোপুরি ভালো মানুষ হয়ে যাবে, নিজেকে বদলে ফেলবে। তনু আজ খুলনা থেকে ঢাকায় এসেছে।

রেস্ট নিয়েই মিতুকে কল দিল। অনেকক্ষণ কথা হল মিতুর সাথে ওর। ফোন রেখেই ওর আফতাব স্যারের কথা মনে হল। কি যেন ভেবে উনার নাম্বারে ফোন দিল তনু। ফোনের রিং বাজতেই তনুর বুক ধকধক করতে থাকল।

আফতাব স্যার ফোন ধরে সালাম দিলেন। কিন্তু তনুর গলা দিয়ে কথা বের হচ্ছিল না। অনেকক্ষণ পর বলল ও," কেমন আছেন স্যার। আসলে পরীক্ষার পর আপনাকে বলা হয়নি পরীক্ষা ভালো হয়েছে। " এক নিঃশ্বাসে বলে গেলো তনু।

আফতাব চুপ করে সব শুনল তারপর বলল," আমি জানি তুমি এগুলো বলতে আমাকে ফোন দেওনি। আমি কি তোমার যোগ্য না তনু?? আমাকে একবার বল, আমি আর তোমাকে ঘুরেও দেখবো না। " তনু কেঁপে উঠল। "আমি জানি না। আসলে আমি কিছুই বুঝতেছি না আমি রাখি।

" তনু রেখে দিল। কিন্তু ওর মন থেকে সরাতে পারলো না আফতাবকে। পরদিন মা যখনচোটো ভাইকে নিয়ে কোচিং য়ে গেলো, তনু আবার ফোন করল আফতাবকে। তখনও ও হয়তো জানতো না কোন পথে পা বাড়াচ্ছে সে। (***এই গল্পের পরের পর্বে কাহিনী এগিয়ে যাবে পাঁচ বছর সামনে।

পাঁচ বছর পর এই চারজনের কি হবে তা জানবো আমরা। কাহিনী আগিয়ে দিব কারণ আগেই বলেছি আমি অলস। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ***)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।