আমাদের কথা খুঁজে নিন

   

অচল রাজধানী, ভোগান্তিতে যাত্রীরা

পরিবহন মালিক নেতা খায়রুল হত্যার প্রতিবাদে রাজধানীতে ডাকা অর্ধদিবসের এই ধর্মঘটে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হয়েছে ঢাকাবাসীদেরকে। অপরদিকে চরম বিপাকে পড়েছে কয়েক লাখ পরীক্ষার্থী।

দীর্ঘ দিন হরতালের পর আজ শুক্রবার বিভিন্ন স্কুল কলেজ খোলা। এছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও দু’টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এসকল শিক্ষার্থীরা পরিবহনের অভাবে যেতে পারছেনা।

বাসসহ বিভিন্ন গণপরিবহনের অভাবে গণ্তব্যে যেতে পারছেন না তারা। ফলে নগরীর সর্বত্র অসংখ্য মানুষকে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে। অনেককে বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। সিএনজি চালিত অটোরিকশা, স্বল্প দূরত্বের লেগুনা ও রিকশা চলাচল করলেও প্রয়োজনের তুলনায় অনেক কম। এই সুযোগে কয়েকগুণ ভাড়া হেঁকে দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছেন এসব যানবাহনের চালকেরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে যাত্রাবাড়ী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল মোল্লাকে খুন করে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এই পরিবহন মালিক হত্যাকাণ্ডের প্রতিবাদে সায়েদাবাদ-মহাখালী-যাত্রাবাড়ীতে পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।